সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুণমান পরীক্ষায় ডাহা ফেল করল ৫৩টি ওষুধ। আর চমকে দেওয়া তথ্য হল এই তালিকায় রয়েছে প্যারাসিটামলের নামও। এবং তা-ও আবার রাষ্ট্রায়ত্ত সংস্থার তৈরি ওষুধটিই। নিষিদ্ধ হওয়ার তালিকা নয়। তবে গুণমানের পরীক্ষায় পাস না করতে পারা।
প্রতি মাসেই নির্দিষ্ট সময়ে ওষুধের গুণমান পরীক্ষা করে দেখে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও। তাদেরই পরীক্ষায় যে ৫৩টি ওষুধ গুণমান বজায় রাখতে ব্যর্থ হয়েছে বহু নামী-দামি ওষুধ। এর মধ্যে প্যারাসিটামল ছাড়াও রয়েছে ক্ল্যাভাম ৬২৫-এর মতো বহু পরিচিত অ্যান্টিবায়োটিক এবং প্যান-ডির মতো বহুল ব্যবহৃত হজমের ওষুধও। তালিকাটি অতি দীর্ঘ। ৫৩টি ওষুধের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে ক্যালশিয়াম এবং ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওষুধ থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ।
সিডিএসসিও-র তরফে জানানো হয়েছে ওষুধের গুণমান বজায় রয়েছে কি না তার মানক বা স্ট্যান্ডার্ড খতিয়ে দেখার কিছু নির্দিষ্ট নিয়মাবলি রয়েছে। সেই গুণমানের পরীক্ষায় ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বা এনএসকিউ তকমা পেয়েছে জনপ্রিয় ওষুধগুলি। শেলক্যালের ভিটামিন ডিথ্রি এবং ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যান্টাসিড হিসাবে বহুল পরিচিত প্যান-ডি, প্যারাসিটামল ৫০০, ডায়াবেটিসের ওষুধ গ্লিমেপিরাইড, উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টানের নাম রয়েছে ৫৩টি ওষুধের তালিকায়। যে সমস্ত সংস্থার ওষুধ এই গুণমানের নিরিখে পাস করতে পারেনি তার মধ্যে বহু জনপ্রিয় ওষুধ প্রস্তাতকারক সংস্থা রয়েছে। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড বা হাল, কর্নাটক অ্যান্টিবায়োটিকস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধও পরীক্ষায় পাস করতে পারেনি। কলকাতার সংস্থা অ্যালকেম হেলথ সায়েন্সেস বহুল প্রচলিত ওষুধ প্যান-ডি এবং ক্ল্যাভামও ব্যর্থ হয়েছে পরীক্ষায়।
তবে প্রশ্ন উঠছে এত বিখ্যাত এবং জনপ্রিয় বিভিন্ন সংস্থার ওষুধ গুণমান পরীক্ষায় পাস করতে কীভাবে ব্যর্থ হল। শুধু তা-ই নয়, যে সমস্ত সংস্থার ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থার নামও থাকায় প্রশ্ন উঠছে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও। ওষুধ প্রস্তুতকারকদের তরফে জবাবে জানানো হয়েছে, যে ওষুধগুলি পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়েছে সেগুলিতে তাদের তরফে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়নি। উলটে তাদের দাবি, যে ব্র্যান্ডের ওষুধগুলি পাস করতে পারেনি সেগুলি তাদের তৈরি করাই নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপ কাঁচামাল ব্যবহার করে তাদের সংস্থাগুলিকে বদনাম করার লক্ষ্যেও ওই ওষুধগুলি তৈরি করা হয়েছে। গোটা বিষয়টির তদন্ত দাবি করেছে তারা।