shono
Advertisement

পানামার পর প্যারাডাইস পেপার্স লিক, আর্থিক কেলেঙ্কারিতে নাম ৭১৪ ভারতীয়র

তালিকায় অমিতাভ থেকে সঞ্জয় দত্তর স্ত্রী, নাম জড়াল রাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সাংসদেরও৷ The post পানামার পর প্যারাডাইস পেপার্স লিক, আর্থিক কেলেঙ্কারিতে নাম ৭১৪ ভারতীয়র appeared first on Sangbad Pratidin.
Posted: 12:41 PM Nov 06, 2017Updated: 02:17 PM Sep 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক একদিন পরেই কালো টাকা বিরোধী দিবস পালন করতে চলেছে মোদি সরকার৷ যে দুর্নীতি দমনের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নোট বাতিলে তা পূরণ হয়েছে, এই তত্ত্ব প্রতিষ্ঠা করাই লক্ষ্য৷ এমন সময়েই সামনে এল বড়সড় আর্থিক কেলেঙ্কারি৷ বহু ভারতীয়র কর ফাঁকি দেওয়া ও হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ মিলল প্যারাডাস পেপার্স লিকে৷ পানামার প্রায় ১৮ মাস পরে ফাঁস হওয়া এই নতুন আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল প্রায় ৭১৪ জন ভারতীয়র৷

Advertisement

নোট বাতিলের বর্ষপূর্তিতে টুইটার ‘ডিপি’ কালো করার ডাক মুখ্যমন্ত্রীর ]

প্রায় ৯৬টি সংবাদমাধ্যমের ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের প্রচেষ্টায় জমা হয়েছে এই তথ্য৷ ‘ইন্ট্যারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস’ নামে এই সংস্থার উদ্যোগেই প্রায় ১৩.৪ মিলিয়ন নথি জমা পড়েছে৷ যেখান থেকে উঠে আসছে বিশ্বের তাবড় কেউকেটাদের নাম৷ করে বিপুল কারচুপির হদিশ মিলছে৷ হিসাব বহির্ভুত সম্পত্তির পরিমাণও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো৷ মোট ১৮০টি দেশের তথ্য উঠে এসেছে৷ যেখানে ভারতের স্থান ১৯ নম্বরে৷ এবং আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে প্রায় ৭১৪ জন ভারতীয়র৷

ভারতীয়দের মধ্যে এই তালিকায় উঠে এসেছে সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা, অমিতাভ বচ্চন, নীরা রাডিয়া, জগন্মোহন রেড্ডি, বিজয় মালিয়া-সহ একাধিক কর্পোরেট ও ব্যবসায়ীর নাম৷ জড়িয়েছে রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহার নামও৷ অসমারিক বিমান পরবিহণ দপ্তরের এই মন্ত্রীর সঙ্গে ওমিডিয়র নেটওয়ার্ক নামে এক সংস্থার যোগাযোগের কথা বলা হয়েছে৷ যেখানে আর্থিক কেলেঙ্কারির প্রমাণ পেয়েছেন সাংবাদিকরা৷ বিজেপির রাজ্যসভার সাংসদ আর কে সিনহারও নাম জড়িয়েছে এই আর্থিক কেলেঙ্কারিতে৷ অন্যদিকে বিশ্বে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রানি এলিজাবেথ-কেউই প্রায় বাদ যাননি৷ টুইটার ও ফেসবুকে রাশিয়ার সংস্থার বিনিয়োগ, ট্রাম্পের সঙ্গে রাশিয়ার চুক্তিতেও কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলা জানা যাচ্ছে৷

একধাক্কায় অনেকটাই বাড়ছে রেলের ভাড়া, মাথায় হাত মধ্যবিত্তের ]

দেশকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়ে যখন মোদি সরকার নোট বাতিলকে কালো টাকা বিরোধী দিবস হিসেবে পালন করতে চলেছে, তখনই কেলেঙ্কারিতে রাষ্ট্রমন্ত্রীর নাম ও শাসকদলের সাংসদের নাম জড়ানো কেন্দ্রের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

The post পানামার পর প্যারাডাইস পেপার্স লিক, আর্থিক কেলেঙ্কারিতে নাম ৭১৪ ভারতীয়র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার