shono
Advertisement

‘জওয়ান-পাঠান টলিউডে হলে কেউ দেখবে না!’, বাঙালি দর্শকদের নিয়ে কী মত পরমব্রতর?

হিন্দি ছবি পরিচালনার আগে কেন বললেন পরমব্রত?
Posted: 04:28 PM Nov 29, 2023Updated: 04:28 PM Nov 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই ‘ব্যাচেলর’ তকমা ঘুচেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের। আইনি প্রক্রিয়ায় বান্ধবী পিয়া চক্রবর্তীকে সারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অভিনেতা-পরিচালক। এবার বিয়ে সেরেই ফের বলিউডে নতুন কাজের ব্যস্ততা শুরু পরমের। পয়লা ডিসেম্বরেই কলকাতা ছাড়ছেন তিনি। তার আগেই বাংলা সিনেমার দর্শকদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)।

Advertisement

ক্যালকাটা টাইমস-এর সাক্ষাৎকারে পরমব্রতর মন্তব্য, “বাংলা ছবির দর্শকদের ভয়ংকর একটা দ্বিচারিতা রয়েছে। শাহরুখ খানের ছবি এখানে ভালো ব্যবসা করে। তবে পাঠান, জওয়ান-এর মতো ছবি বাংলায় বানালে কেউ গিয়ে সেই ছবি দেখবে না। যদি ব্যক্তিগতভাবে আমার পাঠান ভালো লেগেছে।” লার্জার দ্যান লাইফ সিনেমার বক্স অফিস সাফল্য নিয়ে পরমব্রতর মত, “আমার মনে হয় জাতীয় স্তরের দর্শকরা টাকা খরচ করে বড়পর্দায় সেরকমই কিছু দেখতে চান। তাছাড়া আমাদের দেশের দর্শকরা পৌরষত্বের আস্ফালন দেখতে ভালোবাসেন।”

[আরও পড়ুন: বাংলাদেশে পকেটমারির শিকার জীতু কমল, দেশে ফেরার আগে মহাফাঁপড়ে অভিনেতা!]

প্রসঙ্গত, টলিউডের পাশাপাশি হিন্দি সিনে ইন্ডাস্ট্রিতেও সমান তালে কাজ করছেন অভিনেতা-পরিচালক। ‘কাহানি’, ‘পরী’, ‘আরণ্যক’, ‘মুম্বই ডায়রিজ’/-এর মতো বলিউডের বেশ কয়েকটা সিরিজ, সিনেমায় পরমব্রতর অভিনয় নজরও কেড়েছে। এমনকী খুব শিগগিরিই তাঁর বলিউড ছবি পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: কাজের চাপ, ঘন ঘন প্যানিক অ্যাটাক!, ‘লাভ বিয়ে আজকাল’ ছাড়লেন অভিনেত্রী মৌমিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement