shono
Advertisement
Moonmoon Sen Sreelekha Mitra

শ্রীলেখার ঘর গুছিয়ে দিলেন মুনমুন সেন, আপ্লুত অভিনেত্রী বলছেন, 'রাইমা তোমার মাকে কেড়ে নিলাম'

'এত ভালোবাসা কেউ দেয়নি', মন্তব্য শ্রীলেখা মিত্রর।
Published By: Sandipta BhanjaPosted: 07:20 PM Mar 15, 2025Updated: 07:20 PM Mar 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলেখা মিত্রর ঘর গুছিয়ে দিচ্ছেন মুনমুন সেন (Moonmoon Sen)। রিলে নয়, এই ঘটনা রিয়েল লাইফের। বাস্তবেই এমন কাণ্ড ঘটিয়েছেন প্রবীণ অভিনেত্রী। একেবারে নিজের দিদির মতো যত্ন করে নিপুণ হাতে শ্রীলেখার (Sreelekha Mitra) ঘর পরিপাটি করে গোছাতে দেখা গেল তাঁকে। আর সেই মুহূর্ত নিজেই ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।

Advertisement

মুনমুন সেন, তাঁর ঘর গুঝিয়ে দিচ্ছেন, এযেন শ্রীলেখা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। ভিডিওতে দেখা গেল, শ্রীলেখার সঙ্গে গল্প করতে করতেই ঘরময় অগোছালো জিনিস নিজে হাতে সরিয়ে দিচ্ছেন সুচিত্রাকন্যা। পরনে তাঁর প্রিন্টেট শাড়ি। স্লিভলেস ব্লাউজ। একেবারে সাদামাটা ঘরোয়াভাবে দেখা গেল মুনমুন সেনকে। গোছানোর মাঝেই, প্রবীণ অভিনেত্রীকে বলতে শোনা গেল, "আমি পেটিকোটটা খুঁজে পাচ্ছি না।" হতবাক শ্রীলেখা সেই দৃশ্য ফ্রেমবন্দি করতে করতে বললেন, "দেখুন কে আমার ঘর গুছিয়ে দিচ্ছেন! এই ভদ্রমহিলা আমার ঘর গোছাচ্ছেন, কোনও মানে হয়? আর আমি দিচ্ছিও। আমার স্বর্গত বাবা-মা দেখে ভাববেন...।"

ভিডিও করার মাঝেই একবার মুনমুন সেনকে বাধা দেন শ্রীলেখা। কিন্তু কে শোনে কার কথা? কোনও লাভ হয়নি। বরং ঘর গুছিয়ে প্রবীণ অভিনেত্রী হাত দিয়েছিলেন শ্রীলেখার স্যুটকেসে। কোন শাড়ির সঙ্গে কোন গয়না তিনি এনেছেন, সব এক এক করে দেখে নিচ্ছেন মুনমুন। ভিডিও দেখেই বোঝা গেল, এমন কাণ্ড কোনও হোটেলের ঘরে ঘটেছে। কিন্তু মুনমুন সেন এবং শ্রীলেখা একসঙ্গে কোনও সিনেমার কাজে হোটেলে রয়েছেন কিনা, সেই উত্তর অধরা হলেও অভিনেত্রীর ভিডিওতে বেশ মজেছে নেটপাড়া। মুনমুন সেনের তরফে এত ভালোবাসা পেয়ে বেজায় আপ্লুত শ্রীলেখা। অভিনেত্রী বলছেন, "এত ভালোবাসা কেউ দেয়নি আগে। কী করি এত ভালোবাসা নিয়ে। রাইমা, দেখো তোমার মাকে কেড়ে নিলাম।"

প্রসঙ্গত, 'মায়ানগর' মুক্তি পাওয়ার পর থেকে আরও বেশি করে চর্চার শিরোনামে শ্রীলেখা মিত্র। সিনেসমালোচক তো বটেই, এমনকী দর্শকদেরও প্রশংসা কুড়োচ্ছেন নিত্যদিন। এবার কি মুনমুন সেনের সঙ্গে অন্যত্র কোথাও পাড়ি দিলেন শুটিংয়ের জন্য? আগামিতে নজর থাকবে সেদিকে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুনমুন সেন, তাঁর ঘর গুঝিয়ে দিচ্ছেন, এযেন শ্রীলেখা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না।
  • ভিডিওতে দেখা গেল, শ্রীলেখার সঙ্গে গল্প করতে করতেই ঘরময় অগোছালো জিনিস নিজে হাতে সরিয়ে দিচ্ছেন সুচিত্রাকন্যা।
  • অভিনেত্রী বলছেন, "এত ভালোবাসা কেউ দেয়নি আগে। রাইমা, দেখো তোমার মাকে কেড়ে নিলাম।"
Advertisement