shono
Advertisement
Alia Bhatt Net Worth

সম্পত্তির পরিমাণে 'কাপুর খানদান'কে টেক্কা বউমা আলিয়ার! পাত্তা পান না স্বামী-ননদ রণবীর-করিনারাও

আলিয়া ভাটের একার সম্পত্তির পরিমাণ জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!
Published By: Sandipta BhanjaPosted: 05:55 PM Mar 15, 2025Updated: 05:55 PM Mar 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেজগতের প্রাণপুরুষ পৃথ্বীরাজ কাপুর। সেই 'লিগ্যাসি' আজও বহাল তবিয়তে বহমান তাঁর বংশধরদের হাত ধরে। রাজ কাপুর, ঋষি কাপুরের পর বর্তমান প্রজন্মে রণবীর কাপুর, করিশ্মা-করিনারাও সেই ঐতিহ্য বজায় রেখেছেন। আর সেই প্রেক্ষিতেই কাপুররা 'বলিউডের রাজপরিবার' বলেও পরিচিত। তবে আদ্যোপান্ত ফিল্মি পরিবার হলেও কাপুর বংশের অনেকেই সিনেদুনিয়ায় পা রাখেননি। কেউ নিজেদের মতো ব্যবসা শুরু করেছেন, আবার অনেকে অভিনয়ের পাশাপাশি নিজস্ব স্পোর্টস টিমও কিনে ফেলেছেন। তবে এহেন খ্যাতির প্রাচুর্য থাকলেও বউমা আলিয়া ভাটের ( Alia Bhatt) সম্পত্তির কাছে গোটা 'কাপুর খানদান' নস্যি!

Advertisement

স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ মিলিয়ে কাপুরদের বউমা একাই দশ গোল দেবেন গোটা পরিবারকে। যার কাছে পাত্তা পাবেন না অভিনেত্রীর ননদ তথা 'পতৌদি বেগম' করিনা কাপুর, এমনকী স্বামী রণবীর কাপুরও। জানেন, রাহার মায়ের সম্পত্তির পরিমাণ কত? 'জিকিউ ইন্ডিয়া' হিসেব কষে দেখেছে কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সবথেকে ধনী। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি। অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে করিনা কাপুরের (Kareena Kapoor)। আর রণবীর কাপুরের (Ranbir Kapoor) মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটির। বাকিরা অনেকটাই পিছিয়ে তাঁদের থেকে। উল্লেখ্য, বলিউডের সবথেকে 'দামি নায়িকা'র তালিকাতেও আলিয়া ভাট চতুর্থ স্থানে। পয়লা স্থানাধিকারী নাইট রাইডার্স-এর অন্যতম মালকিন জুহি চাওলা। দ্বিতীয় স্থানে বচ্চনবধূ ঐশ্বর্য রাই বচ্চন। তৃতীয় স্থানে প্রিয়াঙ্কা চোপড়া, যিনি বর্তমানে মার্কিন মুলুকে থাকার পাশাপাশি হলিউড প্রজেক্ট নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এর পরেই নাম রয়েছে আলিয়া ভাটের। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন আলিয়া (Alia Bhatt Birthday)? কৌতূহল অস্বাভাবিক নয়!

জানা গেল, সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক হাঁকান আলিয়া ভাট। অভিনেত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। এর পাশাপাশি বাচ্চাদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া। যা কিনা রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানা ভিত্তিক। মুম্বইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার। মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাটকেও একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছেন অভিনেত্রী। উপরন্তু রণবীরের সঙ্গে যৌথভাবে কাপুর ম্যানসন তৈরির জন্য কারি কারি টাকা খরচ করেছেন আলিয়া। যে বাংলোর দাম ২০০ কোটি। মাত্র ৩২-এই এহেন বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে অভিনেত্রীর।

'কাপুর বাড়ির বউমা' বর্তমানে গ্লোবাল স্টার। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এখন বলিউডের 'ক্যুইন'। দ্বিতীয় ছবি 'হাইওয়ে' থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। একের পর এক সিনেমায় ক্ষুরধার অবতারে দেখা গিয়েছে আলিয়াকে। নেপোটিজম কটাক্ষের শিকার হওয়ার পরও তিনি যে ক্রমশই নিজের পারফরম্যান্সে নিন্দুকদের চুপ করিয়ে বলিউডের 'বস লেডি' হয়ে উঠছেন, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সবথেকে ধনী। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি।
  • সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক হাঁকান আলিয়া ভাট। নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে।
  • বাচ্চাদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া।
Advertisement