সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ওটিটি মুক্তি পেয়েছে পরিচালক অরিন্দম শীলের ‘সাবাশ ফেলুদা’। যেখানে ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও তোপসের ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায়। ‘সাবাশ ফেলুদা’র টিজার ও ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই পরমব্রতর ফেলুদা অবতার নিয়ে তুমুল ট্রোল শুরু করে নেটিজেনদের একাংশ। তবে তা নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি পরমকে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে সেই ট্রোলেরই যেন জবাব দিলেন পরম।
পরম তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তিনি বললেন, ”ফেলুদা ও সত্যজিৎ রায়ের সৃষ্টি করা চরিত্রগুলোর সঙ্গে বিশেষ করে বাঙালিদের অনেক নস্ট্যালজিয়া জড়িয়ে রয়েছে। আপনাদের মতো আমারও কৌশরের দুপুর, বিকেলগুলো কেটেছে সেগুলো পড়ে। বিশেষ করে ফেলুদার সঙ্গে। সেই বইগুলোর গন্ধ নাকে নিয়ে। আমাদের মনে হয়েছে এই যে সম্পত্তি, এই যে গুপ্তধন, এই যে অমর সাহিত্য, সে সমস্ত প্রজন্মের কাছে যাঁরা ডিজিটাল যুগে জন্মেছে তাঁদের কাছে পৌঁছে দেওয়া দরকার। তাঁরা যেন সেগুলো আমাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সেগুলো পায়। সেকথা মাথায় রেখেই সাবাশ ফেলুদা তৈরি করা।”
[আরও পড়ুন: মন্নতে ছিল নৈশভোজ, শাহরুখের ব্যবহারের মুগ্ধ মডেল, ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতা]
কটাক্ষের জবাব দিতে গিয়ে পরম বললেন, ”টিজার, ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে অনেক মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করেছি। তাঁদেরকে তো অবশ্য়ই সাবাশ ফেলুদা দেখার অনুরোধ করব। আর যাঁদের আমাকে ফেলুদা হিসেবে ভাল লাগেনি বা তোপসে হিসেবে ঋতব্রতকে ভাল লাগেনি, তাঁদেরকে বলব, ওগুলো তো ট্রেলার, টিজার ছিল। একবার পুরো সিরিজটা দেখুন না। দেখে তারপর আপনাদের যা মন্তব্য হবে তা শিরধার্য। দর্শকদের কথা, দর্শকদের মতামত সব সময়ই শিরধার্য। আর যাঁরা বলছেন, নতুনত্ব রয়েছে। তাঁরা অবশ্য়ই দেখুন। সবাইকে বলছি সাবাশ ফেলুদা দেখুন। ”
গোয়েন্দা গল্প নিয়ে বাঙালির ভালবাসা চিরন্তন। তা টলিউডের পরিচালকরা ভালভাবেই জানেন। বিশেষ করে অরিন্দম শীল (Arindam Sil)। এর আগে ব্যোমকেশ, শবর, মিতিন মাসির কাহিনি নিয়ে সিনেমা তৈরি করেছেন অরিন্দম। এবার তিনিই ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে এলেন ফেলুদার কাহিনি। জি ফাইভে মুক্তি পেল এই সিরিজ।