সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনায় ইতি টেনে বিয়ের পিঁড়িতে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গেই নতুন জীবন শুরু করলেন টলিপাড়ার অভিনেতা। কিন্তু তাঁদের প্রেমকাহিনিতে কি রাজ্য সরকারের কোনও ভূমিকা রয়েছে? এমন জল্পনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না!
বিষয়টা একটু বিস্তারিত বলা যাক। দেউচা-পাঁচামিতে কয়লা উত্তোলনের উদ্যোগ শুরু করে রাজ্য। যাতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে কথা বলে এই প্রকল্পের সুবিধাগুলো বোঝানোর চেষ্টা করে প্রশাসন। কিন্তু তাতে বিক্ষোভ থামানো যায়নি। এর পরই রাজ্য সরকার একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নেয়। তাতে রাজনীতির বাইরের ব্যক্তিত্বদের রাখা হয়। ২০২১ সালের ৯ আগস্ট রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্ত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ কমিটিটি গঠন করে। ন’জনের সেই কমিটির চেয়ারম্যান হন পরমব্রত। ছিলেন পিয়াও। আহ্বায়ক হিসাবে ছিলেন তন্ময় ঘোষ।
[আরও পড়ুন: খাস কলকাতায় ঘর থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ, নেপথ্যে ১৭ লক্ষ দেনা? ঘনাচ্ছে রহস্য]
ওই কমিটির পালটা হিসেবে বিরোধীরা স্থানীয়দের একত্রিত করার চেষ্টা করেন। জমি না ছাড়ার কথা বলেন স্থানীয় বাসিন্দাদের। এর পরই ওই এলাকায় গিয়েছিলেন পরমব্রত। যদিও সেই সফরে ছিলেন না পিয়া। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ওই সংক্রান্ত রিপোর্ট রাজ্যকে দেওয়ার কথা ছিল তাঁদের। সবমিলিয়ে রাজ্যের প্রকল্পের জন্য় একই কমিটিতে কাজ করেন পরম-পিয়া।
তাহলে কি তখনই দুজনের সম্পর্ক গভীর হয়েছিল? উত্তর আপাতত অধরা। কারণ এর আগে শোনা গিয়েছিল, ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ দিতে গিয়ে নাকি বন্ধুত্ব হয় তাঁদের। তবে গুঞ্জন যা-ই হোক, প্রেম বদলে গিয়েছে পরিণয়ে, এটাই সত্যি।