সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর পেরিয়ে গিয়েছে। এখনও মেয়ের মৃত্যুর বিচার পাননি। সুবিচারের আশায় মামলা লড়তে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের (Pratyusha Banerjee) বাবা-মা। এক কামরার ঘরে কোনওমতে দিন কাটাচ্ছেন শংকর বন্দ্যোপাধ্যায় ও সোমা বন্দ্যোপাধ্যায়।
জামশেদপুরে জন্ম প্রত্যুষার। ২০১০ সালে মুম্বইয়ের টেলিভিশন জগতে নিজের সফর শুরু করেন ‘রক্ত সম্বন্ধ’ নামের সিরিয়ালের মাধ্যমে। তারপর ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai) সিরিয়ালেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তবে তুমুল জনপ্রিয়তা পান ‘বালিকা বধূ’ (Balika Vadhu) ধারাবাহিকে আনন্দির চরিত্রে অভিনয় করে। Bigg Boss 7 শোয়ের প্রতিযোগীও ছিলেন প্রত্যুষা। ২০১৬ সালের ১ এপ্রিল তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার। মেয়ের মৃত্যুর জন্য তাঁর তৎকালীন প্রেমিক রাহুল রাজ সিংকে দায়ী করেছিলেন। সুবিচার পেতে মামলাও করেছিলেন। সেই মামলা এখনও চলছে। মামলা চালাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন বলে জানান প্রত্যুষার বাবা শংকর বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: ‘আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে’, ২৯টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করলেন Shilpa Shetty]
শংকরবাবু জানান, মেয়ের মৃত্যুর পর তাঁদের গোটা জীবনটাই পালটে গিয়েছে। একের পর এক শুনানির তারিখ দেওয়া হয়। কিন্তু লাভ কিছু হয় না। উপরন্তু মামলা চালাতে গিয়ে সমস্ত সঞ্চিত অর্থ শেষ হয়ে গিয়েছে। লোনও নিতে হয়েছে। কিন্তু বিচার মেলেনি। এখন এক কামরার ঘরে কোনওমতে থাকেন সন্তানহারা স্বামী-স্ত্রী। ছোট গল্প লিখে কিছু টাকা রোজগার করেন শংকরবাবু। তাঁর স্ত্রী সোমা বন্দ্যোপাধ্যায় একটি চাইল্ড কেয়ারে কাজ করেন। তাতেই কোনও মতে সংসার চলে। আবার মামলাও চালাতে হয়। এদিকে প্রত্যুষা অভিনীত ‘বালিকা বধূ’ সিরিজের নতুন ভার্সান শুরু হচ্ছে কালার্স চ্যানেলে। ৯ আগস্ট থেকে শুরু হবে ‘বালিকা বধূ সিজন ২’।
[আরও পড়ুন: জামাইবাবু জেলে, বিপাকে দিদি শিল্পা, এরই মাঝে টুইট করে বিতর্কে রাজ কুন্দ্রার শ্যালিকা Shamita shetty?]