সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাট্যকর্মী তথা অভিনেতা অমিত সাহাকে মারধরের অভিযোগ নিয়ে তুলকালাম কাণ্ড। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেন, তথাগত মুখোপাধ্যায় ঋদ্ধি সেন-সহ একাধিক নাট্য ব্যক্তিত্ব। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন বেলেঘাটার বিধায়কর পরেশ পাল।
বাংলা সিনেমা ও সিরিজের জনপ্রিয় মুখ অমিত। ‘বাকিটা ব্যক্তিগত’, ‘ভটভটি’র মতো সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার ‘বিরহী ২’ সিরিজও। বেলেঘাটার একটি মাঠে নাট্যদল ‘বিদূষক নাট্যমণ্ডলীর’ মুক্তমঞ্চের নাট্যোৎসব হওয়ার কথা ছিল। অভিযোগ, এ নিয়ে এলাকার পার্টি অফিসে আবেদন জমা গিয়ে গেলে স্থানীয় নেতা অলোক দাস অভিনেতা অমিত দাসকে মারধর করেন এবং নাট্যোৎসবও বন্ধ করে দেন।
[আরও পড়ুন: দিশেহারা চোখ, উদভ্রান্তের মতো চেহারা, নেটদুনিয়ায় ভাইরাল সুশান্তের মৃত্যুর আগের ভিডিও!]
বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। প্রতি নাটকের শেষে প্রতিবাদ করা হবে বলে জানান ঋদ্ধি সেন। ‘রবীন্দ্রসদনে আমার নাটক আছে, এসে মেরে যান!’, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে লেখেন অনির্বাণ ভট্টাচার্য। গত বুধবার অর্থাৎ আঠাশ ডিসেম্বর অমিতের ওপরে অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদী সভার আয়োজনও করা হয়। সেখানেও বিদ্বজনেরা প্রবল ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক (TMC MLA) পরেশ পাল জানান, তিনি নাট্যকর্মীদের পক্ষে। অমিত সাহারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নাটক করে আসছেন, সেই নাটক বন্ধ করার সাহস কারও নেই। ওই মাঠেই যাতে আবার নাটক হয় সেই ব্যবস্থা করবেন বলেই জানান তিনি। এদিকে যার বিরুদ্ধে অমিত সাহাকে নিগ্রহের অভিযোগ, সেই অলোক দাস নাকি দাবি করেছেন তিনি কাউকে মারধর করেননি। অমিত সাহার সঙ্গে দেখা হলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।