shono
Advertisement

দুপুরেই ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে যাবেন রাঘব! কখন আপ নেতার গলায় মালা দেবেন পরিণীতি?

গত রাতের সঙ্গীত অনুষ্ঠানের মেনুতে নাকি ম্যাগি ছিল।
Posted: 09:13 AM Sep 24, 2023Updated: 01:02 PM Sep 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তার পরই চার হাত এক হবে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra)। শোনা গিয়েছে, দুপুরেই ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে হাজির হবেন আপ নেতা। এরপর হবে জয়মালার অনুষ্ঠান। মনের মানুষকে বরমালা পরিয়ে দেবেন বলিউডের ‘ইশকজাদে গার্ল’।

Advertisement

কড়া নিরাপত্তায় রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান হচ্ছে। উদয়পুরের লীলা প্যালেসের চারপাশে জল। ফলে পাপারাজ্জির পক্ষে ভেনুর কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। ফলে গায়ে হলুদ, সঙ্গীত অনুষ্ঠানের ছবি এখনও অধরা। তবে শোনা গিয়েছে, নয়ের দশকের থিমে রাঘণীতির সঙ্গীত অনুষ্ঠান হয়েছে। আর সেখানে গান গেয়েছেন নভরাজ হংস। অনুষ্ঠানে অন্যান্য খাবারের পাশাপাশি নাকি ম্যাগিও রাখা হয়েছিল।

[আরও পড়ুন: কেমন হবে রাঘব-পরিণীতির দাম্পত্য জীবন? জানালেন খ্যাতনামা জ্যোতিষী]

সে যাই হোক, সারা রাতের পার্টির পর বিয়ের সকাল যেন সোনালি রোদের মতো। সূত্রের খবর মানলে, দুপুর একটা নাগাদ রাঘবের ‘সেহরাবন্দি’ হবে। এরপর নাচতে নাচতে পরিণীতির দুয়ারে হাজির হবে বারাত। তবে রাঘব (Raghav Chadha) ঘোড়ায় যাবেন না নৌকায় যাবেন তা নিয়ে এখনও ধন্ধ রয়েছে।

সে যাই হোক, বিকেল সাড়ে তিনটে নাগাদ জয়মালার অনুষ্ঠান হওয়ার কথা। রাঘব-পরিণীতি একে অন্যের গলায় পরিয়ে দেবেন। বেলা চারটে নাগাদ হবে ফেরা। সাড়ে ছ’টার মধ্যেই পরিণীতির বিদাই হয়ে যাওয়ার কথা। তারপর সাড়ে আটটা নাগাদ হবে জমকালো রিসেপশন। থিমের নাম ‘আ নাইট অফ আমোর’। উল্লেখ্য, ‘আমোর’ শব্দের অর্থ ভালোবাসা।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’তে শাহরুখ-ধর্মেন্দ্রর দুরন্ত এক দৃশ্য! বড় খবর ফাঁস করে দিলেন তাপসী পান্নু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement