shono
Advertisement

Breaking News

‘পাগল হয়ে গিয়েছেন নাকি!’, বিয়ের প্রশ্ন করতেই ফের খেপলেন পরিণীতি

রাঘবের সঙ্গে পরিণীতির বিয়ে নিয়ে জোর গুঞ্জন বলিউডে।
Posted: 12:39 PM Apr 25, 2023Updated: 12:40 PM Apr 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে নিয়ে কিছু জিজ্ঞেস করলেই একেবারে খেপে যাচ্ছেন পরিণীতি। এতদিন তবুও চুপ করে থাকতেন, এখন তো মুখের উপর জবাব দিচ্ছেন অভিনেত্রী। স্পষ্ট কিছু না বলে, বরং যিনি বিয়ে নিয়ে প্রশ্ন করছেন, তার দিকে তেড়ে যাচ্ছেন!

Advertisement

হ্য়াঁ, ঠিক এমনটাই করেছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো খেপে গিয়ে, সাংবাদিকদের পাগল বলে ফেলেন তিনি। সংবাদিকরা পরিণীতিকে সামনে পেয়ে শুধু জিজ্ঞেস করেছিলেন, ‘কি বিয়েতে নিমন্ত্রণ পাব তো?’ সাংবাদিকদের এই প্রশ্ন শুনেই একেবারে খেপে লাল অভিনেত্রী। সঙ্গে সঙ্গে সাংবাদিকদের উদ্দেশে বলে ফেললেন, ”আপনারা কি পাগল হয়ে গিয়েছেন?”

[আরও পড়ুন: ভাগ্যশ্রী ও মণীশ বহেলের মেয়ের সঙ্গে একফ্রেমে সলমন! ‘ম্যায়নে প্যার কিয়া পার্ট টু’ নাকি? ]

বিয়েটা কবে? বাগদান কি করে ফেলেছেন? একের পর এক প্রশ্নের তির পরিণীতি চোপড়ার দিকে। তাঁকে সামনে পেলেই প্রশ্নবাণ। প্রথমে ব্যাপারটাকে হালকা ছলেই নিচ্ছিলেন পরিণীতি। মিষ্টি হেসে সামলে নিচ্ছিলেন। তবে আর নিজেকে আটকে রাখতে পারলেন না। সম্প্রতি সংবাদিকদের উপর ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী।

গপ্পোটা হল, বেশ কয়েকমাস ধরেই পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ সাংসদ রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জনের ছড়াছড়ি। এমনকী, বাগদান ও বিয়ে নিয়েও নানা কথা বলিউডের হাওয়ায় উড়ছে। তাই তো পরিণীতিকে দেখলেই নানা প্রশ্ন।

তবে এবারটি কিন্তু চুপ থাকলেন না পরিণীতি। বরং স্পষ্ট সাংবাদিকদের বললেন, ”আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার জল্পনা আর তা নিয়ে বাড়াবাড়ি এবং অসম্মান করার মধ্যে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে। তা যদি ঘটে আমি নিশ্চয়ই স্পষ্ট করব।”

পরিণীতি আরও জানান, ”যদি কোনও ভুল ধারণা তৈরি হয়, তা হলেও আমি তাদের ভ্রম সংশোধন করব। যদি তা না হয়, সেখানে কিছু স্পষ্ট করার তো কোনও মানেই হয় না। আর আমি তা করবও না।”

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ কাণ্ড থেকে। মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরায় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।” বিয়ে করলে সেখবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজনীতিবিদ।

[আরও পড়ুন: কলকাতার ভ্যাম্পায়ারের সঙ্গে ডাক্তারের প্রেম, রোমাঞ্চে ভরা ‘টুথপরি’ সিরিজ মন কাড়বেই ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement