সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে ভারতীয় পোশাক নিয়ে নিন্দার ঝড়! অলিম্পিক ফ্যাশনে কেন দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে যথাযথভাবে তুলে ধরা হল না? প্রশ্ন তুলেছেন নেটপাড়ার একাংশ। কেউ বা আবার 'সস্তার পোশাক' বলেও কটাক্ষ করেছেন ডিজাইনার তরুন তাহিলিয়ানিকে। যার পোশাকে কিনা সম্প্রতি আম্বানিবধূ বিয়ের দিন সেজে উঠেছিলেন। নেটপাড়ায় যখন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বদের পোশাক নিয়ে চর্চা নিরন্তর, তখন সেই প্রেক্ষিতেই ফোড়ন তাপসী পান্নুর (Taapsee Pannu)।
অভিনেত্রীর স্বামী ম্যাথিউস বোয়ি ( Mathias Boe)যোগ দিয়েছেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024)। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির কোচ হিসেবেই অলিম্পিক ২০২৪-এ যোগ দিয়েছেন তিনি। সেখান থেকেই ভারতীয় ড্রেসকোডে ছবি শেয়ার করে ম্যাথিউস লেখেন, "স্মৃতির পাতায় আরেকটা নোট। এবার খেলাটা শুরু হোক খালি!" সেই ছবিতে পিভি সিন্ধু এবং প্রকাশ পাড়ুকোনকেও (দীপিকা পাড়ুকোনের বাবা) হাসিমুখে দেখা গিয়েছে। স্বামীর পরনে তেরঙ্গা পোশাক এবং তাঁর হাতে ভারতীয় পতাকা দেখে উচ্ছ্বসিত তাপসীর মন্তব্য, "আমার ডেনমার্কের বর কিনা ভারতের পতাকা হাতে, এটাও কেউ ভেবেছিল?" তবে ম্যাথিউসের ইনস্টা পোস্টে অভিনেত্রী যে মন্তব্য করেছেন, সেটাই এখন চর্চার শিরোনামে। অলিম্পিকের মঞ্চে ভারতীয় সাজপোশাক নিয়ে যখন তরুণ তাহিলিয়ানিকে তুলোধনা করছে নেটপাড়া। শুধু তাই নয়, নিন্দার ঝড় সর্বত্র! সেসবের মাঝেই ব্যাডমিন্টন প্লেয়ার স্বামী ম্যাথিউয়ের ছবির নিচে তাপসীর ফোড়ন, "বিয়ের সময়েই তো এই পোশাকটা ব্যবহার করতে পারতাম। যাই হোক, ভারতীয় পতাকা হাতে তোমায় মন্দ লাগছে না।"
[আরও পড়ুন: বন্ধ শুটিং! ক্ষুব্ধ কলাকুশলী, ফ্লোর বয়কটের হুঁশিয়ারি পরিচালকদের, এবার ময়দানে আর্টিস্ট ফোরাম?]
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে নানা বিতর্কের মাঝে ভারতীয়দের সাজপোশাকও চর্চার শিরোনামে। প্যারিস অলিম্পিকে ভারতের মোট ১১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে প্রতিনিধিত্ব করেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং শরথ কমল (Sharath Kamal)। পিভি সিন্ধুর পরনে ছিল সাদা শাড়ি। পুরুষ প্রতিযোগীরা পরেছিলেন কুর্তা-পাজামা। তার উপর ছিল জহর কোট। তাঁদের পোশাকে ছিল তেরঙ্গার ছোঁয়া। যেটি ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ানি। ভারতীয় ক্রীড়াবিদদের পোশাক তৈরি হয়েছে ইক্কত প্রিন্ট ও বেনারসি ব্রোকেডে। কিন্তু সেটা নিয়েও বিতর্ক বাঁধে। তাঁদের দাবি, অলিম্পিকের মঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করার মতো কোনও বৈশিষ্ট্যই নেই। এরকম সাদামাটা ডিজাইন কেন করা হল? সেই প্রশ্নও তুলছেন অনেকে। কেউ-বা বলছেন, 'এর চেয়ে ভালো শাড়ি তো মুম্বইয়ের রাস্তায় ২০০ টাকায় পাওয়া যায়।' আর সেই পোশাক বিতর্কের মাঝেই যেন বোমা ফাটালেন তাপসী পান্নু!
প্রসঙ্গত, চলতি বছর মার্চেই উদয়পুরে একেবারে গোপনে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ডেনমার্কের জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা। শোনা যাচ্ছে, স্বামী যখন অলিম্পিকে ব্যস্ত, তখন সেই সুবাদে তাপসী পান্নুও যোগ দিতে পারেন প্যারিসে।