সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে দ্বিতীয় পদক ঢুকল ভারতের ঝুলিতে। মনু ভাকের ও সরবজ্যোত সিংয়ের জুটি ব্রোঞ্জ জিতলেন ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ ফলে হারিয়েছে ভারতীয় জুটি। প্রথম শটে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন মনু-সরবজ্যোত।
প্রথম ব্রোঞ্জ জিতে উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না সরবজ্যোত। ম্যাচের পর তিনি বলেন, "আমি খুব খুশি। যদিও ম্যাচটা খুব কঠিন ছিল। কিন্তু দর্শকরা সবসময় উৎসাহিত করে গিয়েছেন। খুবই গর্বিত এই সাফল্য পেয়ে।" সিঙ্গলসে ব্রোঞ্জ জেতার পর মিক্সডেও ব্রোঞ্জ জিতলেন মনু। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক (Paris Olympics 2024) থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেন মনু। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। মনু বলেন, "আমি খুবই গর্বিত একই অলিম্পিকে দুটি মেডেলের সাফল্য পেয়ে। এর সঙ্গে বহু মানুষের শুভেচ্ছা জড়িয়ে রয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।"
[আরও পড়ুন: চুরমার ১২৪ বছরের রেকর্ড, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে অনন্য নজির মনু ভাকেরের]
মঙ্গলবার পদক জয়ের ম্যাচে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম শটেই কোরিয়ার থেকে পিছিয়ে পড়েন মনুরা (Manu Bhaker)। যেখানে মনু ১০.৬ মারেন, সেখানে সরবজ্যোতের শট ছিল ৮.৬। সেই শটে ২ পয়েন্ট এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। কিন্তু তার পর চারটে শট জিতে নেয় ভারতীয় জুটি। প্রথম শটে পিছিয়ে পড়েও কীভাবে কামব্যাক করলেন? মনু জানান, "অনেক কিছুই আমাদের হাতে থাকে না। নিজেদের হাতে যেটুকু থাকে, আমরা শুধু সেটুকুই করতে পারি। এখানে আসার আগে সরবজ্যোতকে বলেছিলাম, যা হয় হবে। নিজেদের সেরাটা দিতে হবে। নিজেদের শেষ শট পর্যন্ত লড়ে যেতে হবে।" আর সেই মন্ত্রেই কামব্যাক। তাঁদের হাতে ধরে চলতি অলিম্পিকে দ্বিতীয় পদক পেল ভারত।