shono
Advertisement

Breaking News

Manu Bhaker

'জুমলা' তোপ বিজেপি মন্ত্রীকে, অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর ভাইরাল মনুর পুরনো টুইট

মনুকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছিলেন হরিয়ানার তৎকালীন মন্ত্রী।
Published By: Anwesha AdhikaryPosted: 04:38 PM Jul 29, 2024Updated: 05:13 PM Jul 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে অলিম্পিকে পদক জিতেছেন মনু ভাকের। তার পরেই নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে তাঁর একটি পুরনো টুইট। হরিয়ানার তৎকালীন ক্রীড়ামন্ত্রী অনিল ভিজের সঙ্গে এক্স হ্যান্ডেলে মনুর বাগযুদ্ধের ঘটনা আবারও ফিরে এসেছে নেটিজেনদের মনে।

Advertisement

ঠিক কী ঘটেছিল তারকা শুটারের সঙ্গে? ২০১৮ সালের যুব অলিম্পিকে সোনা জিতেছিলেন মনু ভাকের। প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন তরুণ শুটার। তাঁর এই সাফল্যের পরে হরিয়ানার তৎকালীন ক্রীড়ামন্ত্রী টুইট করে জানান, সরকারের তরফে ২ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে মনুকে। সেই সঙ্গে বলেন, "আগের সরকারগুলো তো মাত্র ১০ লক্ষ টাকা দিত। আমরা ২ কোটি টাকা সাহায্য করব।"

[আরও পড়ুন: নিজের ফাঁদেই পা! মানকড়িং থেকে কোনও মতে বাঁচলেন অশ্বিন

তবে এই ঘোষণার পরে তিনমাস কেটে গেলেও আর্থিক সাহায্য পাননি মনু (Manu Bhaker)। তাই ২০১৯ সালের জানুয়ারি মাসে এক্স হ্যান্ডেলে ভিজের ঘোষণার স্ক্রিনশট শেয়ার করেন তিনি। সেই সঙ্গে লেখেন, "দয়া করে সোজাসুজি বলুন, এই ঘোষণাটা কি সত্যি? নাকি জুমলা?" এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে হরিয়ানার তৎকালীন ক্রীড়ামন্ত্রী দাবি করেন, মনুকে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। শুটারের উচিত নিজের খেলায় আরও বেশি করে মন দেওয়া।

তিক্ত সেই ঘটনার পরে কেটে গিয়েছে পাঁচ বছরেরও বেশি সময়। প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক (Paris Olympics 2024) শুটিংয়ে পদক জিতেছেন মনু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, মনুর প্র্যাকটিসের জন্য ২ কোটি টাকা খরচ হয়েছে। সরকারি খরচে তাঁকে জার্মানি ও সুইজারল্যান্ডে পাঠানো হয়েছে। তবে মনুর সাফল্যের মধ্যেই পুরনো টুইট যুদ্ধ খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: বদলের সিন্ধুতে আস্থা প্রকাশ পাড়ুকোনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৮ সালের যুব অলিম্পিকে সোনা জিতেছিলেন মনু ভাকের।
  • ঘোষণার পরে তিনমাস কেটে গেলেও আর্থিক সাহায্য পাননি মনু।
  • কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, মনুর প্র্যাকটিসের জন্য ২ কোটি টাকা খরচ হয়েছে।
Advertisement