সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে কি রাফায়েল নাদাল যুগের অবসান? আর কি কোর্টজুড়ে রাফার একার দাপট দেখতে পাবেন না অলিম্পিকের দর্শকরা? নিজেই এমন প্রশ্ন তুলে দিলেন স্প্যানিশ মহাতারকা। প্যারিস অলিম্পিকের প্রথম ম্যাচে জেতার পরে জানিয়ে দিলেন, পরের ম্যাচে খেলা সম্ভব হবে কিনা সেই নিয়ে তিনি কিছুই জানেন না।
চলতি অলিম্পিকে সিঙ্গলস এবং ডাবলস- দুই বিভাগেই নামার কথা রয়েছে নাদালের (Rafael Nadal)। শনিবার কার্লোস আলকারাজকে নিয়ে ডাবলসের প্রথম ম্যাচ জিতেছেন তিনি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে স্ট্রেট সেটে ম্যাচ জিতেছে স্প্যানিশ জুটি। একের পর এক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো নাদাল পাখির চোখ করেছেন অলিম্পিককেই। গ্রেটেস্ট শো অন আর্থ শেষ হওয়ার পরে নাদালের টেনিস কেরিয়ারেও দাঁড়ি পড়তে পারে বলেই অনেকে মনে করছেন। তবে ডাবলস ম্যাচে পুরনো ফর্মের নাদালের ঝলক দেখতে পেয়েছেন টেনিসপ্রেমীরা।
[আরও পড়ুন: আশা জাগিয়েও বারবার হাতছাড়া পদক, ৩৬ বছরের খরা কাটানোর অভিযানে দীপিকা-অঙ্কিতারা]
তবে টুর্নামেন্টে আর সিঙ্গলস খেলতে নামবেন না, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নাদাল। শনিবার ডাবলস ম্যাচ শেষ হওয়ার পরে তিনি বলেন, "জানি না কাল কী হতে চলেছে। আমি খেলতে পারব কিনা জানি না। দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। দল হিসাবে আমরা চাই, স্পেনকে যত বেশি সম্ভব পদক এনে দিতে।" তবে সিঙ্গলসে খেলবেন না, এমনটাও পরিষ্কার করে বলেননি নাদাল।
রবিবার সিঙ্গলসে প্রথম ম্যাচ খেলতে নামার কথা আছে স্প্যানিশ মহাতারকার। দুবার অলিম্পিকে (Paris Olympics 2024) সিঙ্গলসে সোনা জিতেছেন তিনি। প্যারিসের পর কি তাঁকে আর দেখা যাবে অলিম্পিকের মঞ্চে? সেই প্রশ্নের জবাবেও ধোঁয়াশা বজায় রেখে নাদাল জানিয়েছেন, এখনও বলার মতো কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তিনি।