সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে হতাশ করেছিলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। অনেক আশা নিয়ে থাকলেও পদক আসেনি। সেই হতাশা কাটতে পারে প্যারালিম্পিকে শাটলারদের সাফল্যে। নীতেশ, তুলসীমতী, সুহাস, মনীষাদের পদক অভিযানের পর এবার ব্রোঞ্জ পেলেন ভারতের নিত্যশ্রী শিবন। SH6 বিভাগে তিনি রিনা মার্লিনাকে হারালেন ২১-১৪, ২১-৬ ব্যবধানে।
শুরু থেকেই ঝড় তুলে দিয়েছিলেন নিত্যশ্রী। প্রথম গেমে তিনি দ্রুত এগিয়ে যান ৭-০ পয়েন্টে। কিন্তু চিন্তা বেড়েছিল যখন পালটা লড়াই দিয়ে রিনা ১০-১০ করে দেন। সেখান থেকে ঠান্ডা মাথায় লড়াই চালিয়ে যান ১৯ বছর বয়সি ভারতীয় শাটলার। ১৩ মিনিটের মধ্যে প্রথম গেম জিতে নেন ২১-১৪ পয়েন্টে। দ্বিতীয় গেমে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি নিত্যশ্রী। একতরফা দাপটে এগিয়ে যান ১০-২ পয়েন্টে। ব্রোঞ্জজয় তখন ছিল সময়ের অপেক্ষা। দুই গেমে ২১-১৪, ২১-৬ পয়েন্টে জিতে পদক ছিনিয়ে নেন নিত্যশ্রী।
[আরও পড়ুন: নতুন প্যারালিম্পিক রেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত]
তামিলনাড়ুর এই শাটলার মহিলাদের SH6 বিভাগে বর্তমান র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন। যদিও ব্যাডমিন্টন খেলার কথাই ছিল না তাঁর। ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু ২০১৬-র রিও অলিম্পিকের পর আগ্রহ জন্মায় ব্যাডমিন্টনে। আর ২০২৪-র প্যারিস প্যারালিম্পিকে এসে পদক জিতলেন তিনি। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সমস্যাও। প্রতিভা ও পরিশ্রমের জোরে সেই সব কাটিয়ে ওঠেন। আলাদাভাবে ট্রেনিংয়ের জন্য চলে আসেন লখনউয়ে। সেখান থেকে নতুন যাত্রা শুরু নিত্যশ্রীর।
[আরও পড়ুন: প্যারিসে দুরন্ত রাকেশ-শীতল, তিরন্দাজিতে ব্রোঞ্জ এল ভারতের ঘরে]
এর আগেও তিনি আন্তর্জাতিক স্তরে পদক জিতেছেন। ২০২১-র যুব এশিয়ান প্যারা গেমসের সিঙ্গলসে সোনা জিতেছিলেন তিনি। ২০২২-র এশিয়ান গেমসে মহিলাদের ডাবলস ও মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পান। এবার সাফল্য এল অলিম্পিকেও। তিনি ব্রোঞ্জ পাওয়ার পর ভারতের পদক দাঁড়াল মোট পদক দাঁড়াল ১৫। যার মধ্যে রয়েছে তিনটি সোনা।