সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারালিম্পিক শুটিংয়ে ফের পদক ভারতের। এবার রুপো পেলেন মণীশ নারওয়াল। সোনাজয়ের লড়াইয়ে প্রবলভাবে থাকলেও শেষ কয়েকটি শট ভালো হয়নি মণীশের। শেষমেশ রুপো পেলেন তিনি। প্রথম দিনই প্যারালিম্পিক শুটিংয়ে তিন পদক এল ভারতের ঝুলিতে।
১০ মিটার এয়ার পিস্তলের SH1 বিভাগের বাছাই পর্বে মণীশ ছিলেন চতুর্থ স্থানে। তবে ফাইনালে শুরু থেকেই সোনা জয়ের দৌড়ে ছিলেন তিনি। একটা সময় প্রথম স্থানে উঠেও আসেন। শেষদিকে খানিকটা লক্ষ্যভ্রষ্ট না হলে এদিন শুটিং থেকে ভারতের দ্বিতীয় সোনা আসতেই পারত। ফাইনালে মণীশের সংগ্রহ ২৩৪.৯ পয়েন্ট। সোনাজয়ী দক্ষিণ কোরিয়ার জে ডি জো পান ২৩৭.৪ পয়েন্ট।
[আরও পড়ুন: স্বর্ণমন্দিরে ভিনেশ, সর্বশক্তিমানের কাছে আরও শক্তি চাইলেন তারকা কুস্তিগির]
অলিম্পিকে সবচেয়ে বেশি পদক এসেছিল শুটিংয়ে। প্যারালিম্পিক শুটিংয়েও একইভাবে উজ্জ্বল ভারত। অলিম্পিকে শুটিং থেকে তিনটি পদক এসেছিল। সোনা বা রুপো আসেনি। প্যারালিম্পিক শুটিংয়ের প্রথম দিনই সেই সাফল্যকে ছাপিয়ে গেলেন ভারতের অ্যাথলিটরা। প্রথম দিনই এল তিন পদক। এর মধ্যে রয়েছে একটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ।
[আরও পড়ুন: ‘পাকিস্তানে যাওয়া উচিত নয় ভারতের’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মত কানেরিয়ার]
শুক্রবারই অলিম্পিকে অধরা সোনার সাধ পূরণ করেছেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে সোনা জেতেন অবনী। ইভেন্টের ফাইনালে টানটান লড়াইয়ে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারান অবনী। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পান ভারতের মোনা আগরওয়াল। এদিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকেও এদিন পদক এসেছে ভারতের ঝুলিতে। T35 বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রীতি পাল।