shono
Advertisement

Breaking News

ঘোষিত হল শীতকালীন অধিবেশনের দিনক্ষণ, নজরে কোন কোন বিল?

নতুন সংসদ ভবনে এই প্রথমবার অধিবেশন হবে।
Posted: 07:33 PM Nov 09, 2023Updated: 07:34 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session) দিন ঘোষণা করল কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত অধিবেশন চলবে। এই ১৯ দিনের মধ্যে ১৫টি সিটিং হবে লোকসভায়। নতুন সংসদ ভবনে এই প্রথমবার সম্পূর্ণ অধিবেশন বসবে। সেপ্টেম্বর মাসে ভবন উদ্বোধনের সময়ে বিশেষ অধিবেশন ডেকেছিল কেন্দ্র। সেই সময়ে ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ হয়।

Advertisement

সাধারণত নভেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশন হয়। কিন্তু পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে অধিবেশন। আগামী ৩ নভেম্বর পাঁচ রাজ্যের ফলাফল প্রকাশ হবে। তার পরের দিন থেকেই শুরু হবে শীতকালীন অধিবেশন। প্রহ্লাদ জোশী টুইট করে বলেন, “অমৃতকাল চলাকালীন সংসদের কার্যকলাপ-সহ একাধিক বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা হবে।”

[আরও পড়ুন: যুদ্ধের বাজারেও স্বস্তি, ধনতেরাসের আগে সামান্য কমল সোনার দাম]

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে এই অধিবেশনে আলোচনা হতে পারে বলে অনুমান। তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান পেনাল কোড বিলুপ্ত হওয়ার বিষয়টিও। একই সঙ্গে বিলুপ্ত হতে চলেছে কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর বা সিআরপিসি, এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এই তিন ব্রিটিশ আমলের আইনের পরিবর্তে তিনটি নতুন আইন আনার লক্ষ্যে তিনটি বিল এনেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নিয়েই আলোচনা হতে পারে আগামী অধিবেশনে।

অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের প্রস্তাবে সিলমোহর দিয়েছে এথিক্স কমিটি। সেই প্রস্তাব নিয়েও শীতকালীন অধিবেশনে আলোচনা হতে পারে। সেই ভোটাভুটির হিসেবেও মহুয়ার সাংসদ পদ খারিজের পক্ষেই বেশি ভোট পড়ার সম্ভাবনা, বিজেপি সাংসদদের সংখ্যাধিক্যের কারণে।

[আরও পড়ুন: দেউলিয়া বিধি ‘স্বেচ্ছাচারী’ নয়, তবে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা রয়েছে: সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement