অর্ণব আইচ: ”শেখানো কথা নয়, রাজনৈতিক প্রজ্ঞা থেকে কথা বলি।” আগের দিন ২৩ মিনিটের মধ্যে কুণাল ঘোষের টুইট এবং পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান নিয়ে হাজার বিতর্কের মাঝে আজ, বৃহস্পতিবার এমনই জবাব দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিন তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার সময় তিনি কিছু না বললেও বেরিয়ে কার্যত বিস্ফোরক কথা বলেন। তাঁর এবং কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্যের মিল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খোঁচার জবাব দিলেন। তাঁর কথায়, ”অসত্য ভাষনের কোন উত্তর দিই না। এ ধরনের অসত্য, বাস্তবহীন এবং কোনও তথ্যনির্ভর নয়। উনি বিরোধী দলনেতা, উনি ভালমত জানেন যে আমি আমার প্রজ্ঞার মধ্যে থেকে কথা বলি। আমি অন্তত ওঁর মত মানুষের থেকে এ ধরনের কথা আশা করি না।” এদিন আলিপুর আদালত তাঁকে ১৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল।
এদিন পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ মহলে একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন। বলেন, ”ইডি কলকাতায় কাউকে পাচ্ছে না। সবাইকে চুঁচুড়া থেকে ধরে আনছে! অয়ন, কুন্তল কাউকে চিনি না। চেনা তো দূরের কথা। এদের আমার ৩০০ মাইলের মধ্যে ঢোকারও ক্ষমতা নেই। ইডি প্রথমে বলল, কুন্তল আমাকে টাকা পাঠাত। এখন বলছে, অয়ন কুন্তলের মাধ্যমে আমাকে পাঠাত। আগে ঠিক করুক কে টাকা পাঠাত। ডকুমেন্টারি, এভিডেন্স দেখাক।” তিনি এও বলেন, ”আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো নেতা তৈরি করি। কুন্তল ঘোষ তৈরি করি না।”
[আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামীদের ছবি হাতে রাজধানী অভিযানের ডাক! মমতার মুখে নেতাজির ‘দিল্লি চলো’]
এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল বিরোধী শিবিরের নেতাদের নাম। নিয়োগ দুর্নীতিতে তিনি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীদের যোগ থাকার অভিযোগ তুলেছিলেন তিনি। একই অভিযোগে টুইট করেন কুণাল ঘোষ। তা নিয়ে শুভেন্দু কটাক্ষ করে বলেছিলেন, মাত্র ২৩ মিনিটের ব্যবধানে একই বক্তব্য। ‘শেখানো কথা’ বলে শ্লেষ করেছিলেন বিরোধী দলনেতা। আজ তারই উল্লেখ করে পার্থবাবুর এই কড়া জবাব। ১৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে।