shono
Advertisement

Breaking News

স্মার্টফোনের নেশায় বুঁদ, পা ফসকে মেট্রোর লাইনে পড়ল যুবক! তারপর…

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে।
Posted: 09:57 PM Feb 06, 2022Updated: 10:12 PM Feb 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইলে মুখ গুঁজে রাস্তায় হাঁটাচলা করতে দেখা যায় অনেককেই। তার ফল যে মারাত্মক হতে পারে, সে আশঙ্কা করেন প্রায় সকলেই। দিল্লির সহোদরা মেট্রো স্টেশনে (Delhi’s Shahdara Metro Station) ঘটল ঠিক তেমনই কাণ্ড। যার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হল নিমেষে।

Advertisement

ঠিক কী ঘটেছিল? ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক দিল্লি মেট্রোর স্টেশনে হাঁটছেন। তাঁর হাতে স্মার্টফোন। নজর মোবাইলের স্ক্রিনে। হাঁটতে হাঁটতে আচমকাই বেসামাল দশা। মেট্রোর লাইনে পড়ে যান তিনি। হইচই শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন প্রায় সকলেই।

[আরও পড়ুন: চিনা ঋণের ফাঁদে বাংলাদেশ! কী প্রতিক্রিয়া বিদেশমন্ত্রী আবদুল মোমেনের]

ঘটনাস্থলের ঠিক উলটো দিকের প্ল্যাটফর্মেই ছিলেন সিআইএসএফ (CISF) জওয়ানরা। তাঁরা ওই যুবককে উদ্ধারে এগিয়ে যান। যুবককে মেট্রোর লাইন থেকে তোলেন। জানা গিয়েছে, ওই যুবকের নাম শৈলেন্দ্র মেহতা।

মাত্র ৪০ সেকেন্ডের এই ভিডিওটি সিআইএসএফ-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করা হয়েছে। যা স্বাভাবিকভাবেই শেয়ার করা মাত্র ভাইরাল হয়েছে। প্রায় সকলেই ওই ভিডিও দেখে শিউরে উঠেছেন। সেই সময় মেট্রো চলে আসলে কি বড় বিপদই না ঘটত, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন প্রায় প্রত্যেকে। ওই যুবককে সিআইএসএফ জওয়ানরা নবজীবন দিলেন বলেই টুইটের কমেন্ট বক্সে উল্লেখ করেছেন কেউ কেউ। আবার কারও মতে, প্রযুক্তির সুফল এবং কুফল নিয়ে বরাবরের দ্বন্দ্ব যে পুরোপুরি অমূলক নয়, তা যেন আরও একবার প্রমাণ হল।

[আরও পড়ুন: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার