...যদি হই প্লেন
পিঠে নিয়ে উড়ে যাব স্পেন!"
জনপ্রিয় বাংলাব্যান্ড চন্দ্রবিন্দুর গানে প্রেমিকাকে এমনই অলিক প্রতিশ্রুতি দিয়েছিল প্রেমিক। বাস্তবে প্রেমের টানে লক্ষ টাকা খরচ করে প্রতি সপ্তাহে দেশে উড়ে গিয়েছেন চিনা তরুণ জু গুয়াংলি। চিনা প্রাচীর ডিঙিয়ে তাঁকে নিয়ে গোটা দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। প্রেমের জন্য একজন মানুষ কত দূর যেতে পারেন? উত্তর দিয়েছেন গুয়াংলি। শুধুমাত্র প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা সম্ভব?
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, চিনের শানডং প্রদেশে বাসিন্দা গুয়াংলি। যদিও পড়াশোনা সূত্রে অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে পাঠরত ছিলেন। শেষ দিকে প্রতি সপ্তাহে অন্তত একবার চিনে ফিরে যেতেন তিনি। এই যাতায়াতে খরচ পড়ত প্রায় এক লক্ষ টাকা। একদিন-দুদিন না, গত তিন মাসে এভাবেই চিন-অস্ট্রেলিয়া 'ডেলি প্যাসেঞ্জারি' করেছেন গুয়াংলি। হিসেব করলে তিন মাসে প্রায় কোটি টাকা খরচ করেছেন চিনা যুবক। কেন? কোন উদ্দেশ্যে?
শুধুমাত্র প্রেমের টানে সপ্তাহে সপ্তাহে চিনে ফিরতেন গুয়াংলি। সাপ্তাহিক প্রেমপর্ব সেরে আবার ফিরে আসতেন অস্ট্রেলিয়ার ক্লাসে। চিনা সংবাদমাধ্যম ডাজং ডেইলিকে গুয়াংলি জানিয়েছেন, আট বছর মেলবোর্নে পড়াশোনা করেছেন তিনি। বান্ধবীও একসঙ্গে পড়াশোনা করছিলেন সেখানেই। এক সময় বান্ধবী দেশে ফিরে যান। এতে মনখারাপ হয়েছিল যুবকের। তখনও তিন মাস বাকি ছিল তাঁর কোর্স সম্পূর্ণ হতে। এই তিনি মাসেই প্রেমের টানে লক্ষ লক্ষ টাকা খরচ করেন তিনি। স্বভাবতই প্রশ্ন উঠছে, এত টাকা খরচ করে প্রেম চালিয়ে যাওয়া কি আদৌ বিবেচকের মতো কাজ?
চিরকালীন উত্তর দিয়েছেন গুয়াংলি। তিনি বুঝিয়ে দেন, প্রেম আর যুদ্ধে সব কিছুই ন্যায়সঙ্গত। চিনা সংবাদমাধ্যমকে যুবক জানান, ভালোবাসার জন্য এই খরচ কিছুই নয়। এদিকে এই ঘটনায় সমাজমাধ্যমে 'পাগল প্রেমিক' জু গুয়াংলির ফলোয়ার্সের সংখ্যা বন্যার জলের মতো বৃদ্ধি পেয়েছে।