shono
Advertisement
IRCTC

ট্রেনের খাবারে জ্যান্ত আরশোলা! ভিডিও শেয়ার করে IRCTC-কে তোপ যাত্রীর

IRCTC-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Published By: Sayani SenPosted: 09:02 PM Jun 09, 2024Updated: 09:02 PM Jun 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের খাবার নিয়ে অভিযোগের অন্ত নেই। খাবারের মান, পরিচ্ছন্নতা নিয়ে মাঝেমধ্যেই সরব হন যাত্রীরা। সম্প্রতি আবারও একই অভিযোগে বিদ্ধ আইআরসিটিসি। ট্রেনের খাবারে এবার পাওয়া গেল জ্যান্ত আরশোলা।

Advertisement

সম্প্রতি এক যাত্রী সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওটিতে নিরামিষ থালি দেখা গিয়েছে। থালিতে রয়েছে ভাত, রুটি, ডাল, সবজি এবং গোলাপজামুন। থালার উপর প্লাস্টিকের আস্তরণ রয়েছে। তা সত্ত্বেও গোলাপজামুনের উপরে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছে আরশোলাকে। যাত্রীর দাবি, কিছুটা খাবার খেয়ে ফেলেন তিনি। তার পরই দেখতে পান গোলাপজামুনের উপর হেঁটেচলে বেড়াচ্ছে আরশোলা। তা দেখেই খাওয়া বন্ধ করে দেন তিনি।

Cockroach in food
byu/Aggravating-Wrap-266 inindianrailways

[আরও পড়ুন: মোদির শপথ LIVE UPDATE: মন্ত্রিত্বের শপথ নিলেন একঝাঁক নতুন মুখ, শপথ চিরাগ পাসওয়ানের]

আইআরসিটিসিকে ট্যাগ করা ওই ভিডিও সোশাল মিডিয়ায় প্রায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আইআরসিটিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বলেই দাবি নেটিজেনদের। আবার কেউ কেউ মজার ছলে বলছেন, "প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়েছে IRCTC। " আবার কেউ কেউ গোলাপজামুনে আরশোলার ঘোরাফেরাকে 'ওয়াইল্ডকার্ড এন্ট্রি' বলে দাবি করেছেন। তবে নেটিজেনরা যে যা-ই বলুন না কেন, আইআরসিটিসির তরফে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: এক্স রে করাতে গিয়ে ‘ধর্ষণ’, বধূর অভিযোগে শ্রীঘরে নার্সিংহোম কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রেনের খাবারে এবার পাওয়া গেল জ্যান্ত আরশোলা।
  • সম্প্রতি এক যাত্রী সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন।
  • ওই ভিডিওতেই দেখা গিয়েছে গোলাপজামুনের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আরশোলা।
Advertisement