স্টাফ রিপোর্টার: এবার মেট্রোর যাত্রীদের বিরুদ্ধে আরপিএফ পেটানোর অভিযোগ উঠল৷ যাত্রীদের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করেছে মেট্রো কর্তৃপক্ষ৷ নির্দিষ্টভাবে কারও নামে এই অভিযোগ দায়ের না-হলেও মারধরের ছবি আর ভিডিও ফুটেজ পুলিশের তদন্তের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোর আরপিএফ কমান্ড্যান্ট রামরাজ মিনা৷ গুরুতর জখম না হলেও আহত আরপিএফদের চিকিৎসা করানো হয়েছে বলে তিনি জানান৷
ঘটনার সূত্রপাত, শুধুই যাত্রী ভিড়কে কেন্দ্র করে৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ৯.৫৮ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়া আপ এসি রেকটিতে প্রচণ্ড ভিড় ছিল৷ নেতাজি ভবনে ট্রেনটি পৌঁছলে, অ্যাড্রেস সিস্টেমে যাত্রীদের ওই ট্রেনে চড়তে নিষেধ করা হয়৷ কিন্তু যাত্রীরা কর্ণপাত না করেই সেই ট্রেনে চড়েন৷ ভিড়ের চাপ এতটাই যে দরজা বন্ধ হচ্ছিল না৷ চালক ট্রেনটি চালাতে অস্বীকার করেন৷ কোনওমতে তিনি রবীন্দ্রসদন স্টেশনে ট্রেনটি নিয়ে আসেন৷ তারপর তিনি স্পষ্টতই জানিয়ে দেন, ট্রেন চালানো সম্ভব নয়৷ যাত্রীরা তবুও ট্রেনটি থেকে নামতে রাজি নয়৷ এর মধ্যে আবার অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা, ট্রেন ছাড়বে না৷ যাত্রীরা নেমে পড়ুন৷ এতেই রাগে গজগজ করতে করতে যাত্রীরা নামতে শুরু করেন৷ কেউ কেউ ট্রেন থেকে নামতে বিলম্বও করেন৷ এর পরে সেই যাত্রীদের নিয়েই ট্রেন ছেড়ে দেয়৷ এর পরেই ট্রেন থেকে নেমে পড়া যাত্রীরা বিক্ষোভ শুরু করেন৷
পরিস্থিতি সামলাতে ছুটে আসে আরপিএফ৷ শুরু হয় যাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি৷ তার পর শুরু হয় মারপিট৷ যাত্রীদের কেউ কেউ আহত হন৷ আহত হন আরপিএফ কর্মীরাও৷ যাত্রীরা দলে ভারী থাকায় আরপিএফ কাউকে গ্রেফতার করতে পারেনি৷ তবে যাত্রীদের মারধরে আহত আরপিএফরা এফআইআর দায়ের করেছে৷ তদন্তের স্বার্থে পুলিশকে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজও৷ ফুটেজ দেখে আরপিএফরা শনিবার থেকে ওই যাত্রীদের চিহ্নিত করার চেষ্টা করবে বলে জানান৷
The post ভিড়ে মেট্রোয় উত্তেজনা, যাত্রীরা পেটাল আরপিএফকে appeared first on Sangbad Pratidin.