shono
Advertisement
Andhra Pradesh

হাসপাতালেই মহিলা চিকিৎসকের চুলের মুঠি ধরে বেধড়ক মার রোগীর! প্রকাশ্যে ভিডিও

হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে।
Published By: Amit Kumar DasPosted: 01:37 PM Aug 27, 2024Updated: 01:37 PM Aug 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চলছে দেশব্যাপী আন্দোলন। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সরব চিকিৎসকরা। সরকার আশ্বস্ত করলেও নিরাপত্তা তখনও যে তিমিরে ছিল আজও সেই তিমিরে। এবার হাসপাতালের ভেতরেই মহিলা চিকিৎসকের চুলের মুঠি ধরে বেধড়ক মারের অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা অন্ধ্রপ্রদেশের এসভিআইএমএস হাসপাতালের। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের ভেতর রোগী দেখছিলেন এক মহিলা চিকিৎসক। হঠাৎ পিছন থেকে তাঁর উপর চড়াও হল ওই হাসপাতালেরই এক রোগী। চিকিৎসকের চুলের মুঠি ধরে এলোপাথাড়ি মারের পাশাপাশি লোহার রডে ঠুকে দেওয়া হয় তাঁর মাথা। চোখের সামনে এই ঘটনা দেখে ছুটে আসেন সেখানে থাকা অন্যান্য চিকিৎসকরা। ওই রোগীকে জোর করে ধরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। অতর্কিত এই হামলায় রীতিমতো আতঙ্কিত ওই চিকিৎসক। আহত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।

[আরও পড়ুন: এবার নার্সিং পড়ুয়াকে ধর্ষণ! শরীরে নৃশংস আঘাত, ক্ষোভের আগুনে ফেটে পড়ল মহারাষ্ট্র]

এদিকে হাসপাতালের ভিতর এই এই ধরনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা। নিরাপত্তার দাবিতে হাসপাতালে প্রতিবাদে সামিল হন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্ত রোগীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবির পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

[আরও পড়ুন: অতিমারীর সময় করোনা সংক্রান্ত পোস্ট সরাতে চাপ! বাইডেনের বিরুদ্ধে বিস্ফোরক মেটা কর্তা]

উল্লেখ্য, সম্প্রতি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। গোটা দেশজুড়ে চিকিৎসা পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যাওয়ায় নড়েচড়ে বসে সরকার। এই ঘটনায় হস্তক্ষেপ করে শীর্ষ আদালতও। চিকিৎসকদের উপর হিংসার ঘটনায় রাশ টানতে এবং তাঁদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে ১০ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এই সব কিছুর মাঝেই এবার হাসপাতালে আক্রান্ত হলেন মহিলা চিকিৎসক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসপাতালের ভেতরেই মহিলা চিকিৎসকের চুলের মুঠি ধরে বেধড়ক মার।
  • অন্ধ্রপ্রদেশের এসভিআইএমএস হাসপাতালের ভয়াবহ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে।
  • নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামলেন চিকিৎসকরা।
Advertisement