shono
Advertisement

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বিক্ষোভ পরিজনদের

উত্তেজনা ছড়াল হুগলির চন্দননগরে৷ The post চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বিক্ষোভ পরিজনদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:31 PM Aug 30, 2018Updated: 08:01 PM Aug 30, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: রোগীমৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল চন্দননগরের ইউনাইটেড নার্সিংহোম চত্বরে৷ চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা৷ পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷

Advertisement

[পুরসভার অন্তর্ভুক্ত পঞ্চায়েতের আটটি সংসদ, চকভৃগুতে থমকে বিজেপির বোর্ড গঠন]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভদ্রেশ্বর তেলেনিপাড়ার বাসিন্দা রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুনা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সন্ধ্যায় চন্দননগরের ইউনাইটেড নার্সিংহোমে ভরতি হয়েছিলেন তিনি। মৃতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, রাতে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু, তাঁদের কিছু জানাননি নার্সিংহোম কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার সকালে জানানো হয়,  রূনা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সংকটজনক।  রক্তের প্রয়োজন।  কিন্তু,  রক্তের ব্যবস্থা করা তো দুর অস্ত, তাঁদের রক্ত আনতে বলেনি নার্সিংহোমে কর্তৃপক্ষ।  সকাল ১১ টা নাগাদ মারা যান ওই গৃহবধূ। 

[রাজ্যে মোমো আতঙ্কে নয়া মোড়, অ্যাপের সন্ধান পেল সাইবার সেল]

 রোগীর পরিবার ও প্রতিবেশীরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ক্ষোভে ফেটে পড়েন৷ শুরু হয়ে যায় বিক্ষোভ৷ বিকেল ৪টে পর্যন্ত বিক্ষোভ চলার পর চন্দননগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে, এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

[নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক]

এদিকে আবার সরকারি হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের হেমতাবাদও৷ প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিষেবা৷ হেমতাবাদ গ্রামীণ হাসপাতালের চিকিৎসককে মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ আক্রান্ত ওই চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক৷ মৃতার আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

The post চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বিক্ষোভ পরিজনদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement