সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ‘মুখোশ’-এর আড়ালে অভিনেত্রী পায়েল সরকার। দুষ্টু-মিষ্টি, গ্ল্যামারাস চরিত্রে এযাবৎকাল ভিন্নভাবে দেখা গিয়েছে পায়েলকে। তবে এবার যে খানিক ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী, সে খবর আগেই প্রকাশ্যে এসেছে। হারিয়ে যাওয়া দিদিকে খুঁজতে গিয়ে এক মহিলা চরিত্রের নানান দিক তুলে ধরতে চলেছেন পামেলা রূপী পায়েল। নেপথ্যে পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। থ্রিলার ঘরানার ছবি ‘মুখোশ’-এর টিজার মুক্তি পেল সম্প্রতি। আর সেখানেই পুরোপুরি ভিন্নরূপে দেখা গেল পায়েল সরকারকে।
আধো ঘুমে আচ্ছন্ন শহর। রাত বাড়ছে। একে একে আলো নিভছে উঁচু তলার বিল্ডিংগুলোর। ক্রমশ গতিবিধি কমছে শহরের। ফাঁকা থানাতে হন্তদন্ত হয়ে আসেন এক আগন্তুক। নাম পামেলা। রাতের শহরে সেই থানাও যেন কিছুটা ঝিমিয়ে রয়েছে। থানায় আসা সেই মহিলার অভিযোগ, তাঁর দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিডন্যাপ করা হয়েছে তাঁর দিদিকে। অভিযোগের তীর পরিবারেরই কারও দিকে। এতক্ষণ অবধি সবই ঠিক ছিল। বাদ সাধল মহিলার দাবি করা অভিযুক্তের নাম প্রকাশ্যে আসতেই। থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা চমকে উঠলেন সেই নাম শুনে। সম্পর্কে থানায় অভিযোগ দায়ের করতে আসা ওই মহিলার জামাইবাবু তিনি। শহরের বিরাট শিল্পপতি। রাজনীতির ময়দানেও বেশ প্রভাবশালী। সেরকম ডাকসাইটে ব্যক্তির দিকেই পামেলা তাঁর দিদিকে কিডন্যাপ করার অভিযোগ তুললেন। ঠিক এভাবেই শুরু হয়েছে ‘মুখোশ’-এর গল্প। পরতে পরতে রহস্য। পামেলার চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। খানিকটা ধূসর ছোঁয়াও রয়েছে পায়েলের চরিত্রে। মুখোশের আড়ালে পায়েলের চরিত্রটি যে সত্যিই রহস্যময়ী, তার ইঙ্গিত মিলল টিজারেই।
[আরও পড়ুন: সেলুলয়েডে ‘রবিবার’, প্রকাশ্যে জয়া-প্রসেনজিতের রবিবারোয়ারি গল্প ]
তা পামেলা সত্যি বলছেন না মিথ্যা? কতটাই বা যুক্তিযুক্ত তাঁর অভিযোগ? সেই গল্প বলবে ‘মুখোশ’। পায়েলের জামাইবাবুর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এছাড়াও ‘মুখোশ’-এ অভিনয় করেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং নবাগতা অমৃতা হালদার। পরিচালক অর্ঘ্যদীপের ৩ নম্বর ছবি। ক্যামেরার নেপথ্যে কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। চিত্রনাট্য লিখেছেন অভীক ও সুজয়নীল। সম্পাদনায় অনির্বাণ মাইতি। ‘মুখোশ’-এর আড়ালে লুকিয়ে থাকা আসল অপরাধী কে? প্রকাশ্যে আসবে ডিসেম্বরে।
দেখুন টিজার
[আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে জওয়ানদের সঙ্গে ‘সোনার বাংলা’ গাইলেন সাংসদ দেব ]
The post ‘মুখোশ’-এর আড়ালে পায়েল, টিজারেই চড়ল উন্মাদনার পারদ appeared first on Sangbad Pratidin.