অর্ণব আইচ: এ দেশে আগমনি সুর। আর মধ্যপ্রাচ্যে যুদ্ধ। একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইন (Palestine)। গাজা ভূখণ্ড নিয়ে উভয়ের মধ্যে লাগাতার সংঘর্ষে প্রাণ যাচ্ছে নিরীহ, সাধারণ মানুষের। প্যালেস্টাইনের হামাস বাহিনীর উপর হামলা, পালটা হামলার থরহরিকম্প পরিস্থিতিতে বিপদে ভারতীয়রাও (Indians)। তাঁদের উদ্ধারে ভারত সরকার শুরু করেছে ‘অপারেশন অজয়’। এখনও পর্যন্ত দেশে চারশোর বেশি ভারতীয় নিরাপদে ফিরতে পেরেছেন। এই পরিস্থিতির প্রভাব পড়ল কলকাতাতেও। শনিবার দুপুরে কলকাতায় (Kolkata) প্যালেস্টাইনের সমর্থনে শান্তি মিছিল হয়ে গেল। রাজাবাজার চৌরাস্তা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে হাঁটলেন অনেকেই।
এদিনের শান্তি মিছিলের উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায় হিন্দ। নেতৃত্বে সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)। দুপুর ১২টায় রাজাবাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে শিয়ালদহ-মৌলালি হয়ে মিছিল পৌঁছয় রামলীলা ময়দানে। ব্যানারে লেখা – ”ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার পরিপ্রেক্ষিতে শান্তির আহ্বানে প্রতিবাদ মিছিল।” সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে মিছিল পৌঁছল রামলীলা ময়দানে। সেখানে প্যালেস্টাইনে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায় হিন্দের সদস্যরা।
[আরও পড়ুন: বন্দুক কাঁধে বাচ্চা সামলাচ্ছে হামাস! প্রকাশ্যে বন্দি ইজরায়েলি শিশুদের ভিডিও]
এর আগে বিশ্বশান্তির জন্য কলকাতার রাজপথে মিছিল, সভা হয়েছে। যে কোনওরকম হামলা, অত্যাচারের বিরোধিতায় গর্জে উঠেছে এই শহর, এখানকার নাগরিক সমাজ। সদ্য রাশিয়া-ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতেও এমন দৃশ্যের সাক্ষী থেকেছে এ শহর। এবার চলছে প্যালেস্টাইন-ইজরায়েল যুদ্ধ। সেই যুদ্ধ থামিয়ে শান্তি (Peace) প্রতিষ্ঠার আবেদন নিয়ে মিছিলে শামিল হল পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায় হিন্দ।