shono
Advertisement

স্নায়ু রোগে আক্রান্ত শিশুদের সুরাহা, পূর্ব ভারতের প্রথম নিউরো পেডিয়াট্রিক ICU কলকাতায়

উদ্বোধনের আগেই বিশেষ এই 'পিকু' ওয়ার্ডে ভরতি হয়ে গিয়েছে দুই রোগী।
Posted: 09:34 PM Nov 15, 2021Updated: 09:34 PM Nov 15, 2021

অভিরূপ দাস: উদ্বোধনের ফিতে কাটার আগেই রোগী ভরতি। চাহিদা এমনই! ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে (Institute of Neurosciences Kolkata) সোমবার দ্বারোদঘাটন হল পূর্ব ভারতের প্রথম নিউরো পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (PICU)। উদ্বোধনের আগেই বিশেষ এই ‘পিকু’ ওয়ার্ডে ভরতি হয়ে গিয়েছে দুই রোগী।

Advertisement

এদিন বিকেলে নিউরো পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের উদ্বোধনের অনুষ্ঠান ছিল।  তার আগে সকালেই দুই শিশুকে ভরতি নেওয়া হয়। এ বিষয়ে কথা বলতে গিয়ে ইউনিটের  দায়িত্বে থাকা চিকিৎসক ডা. জিজ্ঞাসা সিনহা জানিয়েছেন, দু’জন শিশুর মধ্যে একজন শিশুর বয়স সাত বছর। অন্যজনের বয়স ন’বছর। জটিল অসুখ ডিমাইলিনেটিং ডিজঅর্ডার নিয়ে ভরতি এক শিশু। স্নায়ুর এই জটিল অসুখে দৃষ্টি কমে আসে, পেশিতে দুর্বলতা দেখা যায়, মাংসপেশি জবুথবু হয়ে যায়। নিউরো আইসিইউ দরকার ছিল শিশুটির।

[আরও পড়ুন: কর্তব্যরত অবস্থায় জুয়ার আসর বসানোর অভিযোগ, মালদহে সাসপেন্ড ৫ সিভিক ভলান্টিয়ার]

নিউরো পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আরেক শিশু ‘প্যারাপেরিসিস’ অসুখে ভুগছে। স্নায়ুর এ অসুখে তার দু’টি পা-ই চলার ক্ষমতা হারিয়েছে। ডা. জিজ্ঞাসা সিনহা জানিয়েছেন, কলকাতা শহরে এতদিন পেডিয়াট্রিক নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিট ছিল না। ফলে সাধারণ আইসিইউতে রেখে এমন শিশুদের চিকিৎসা হত।

তবে মল্লিক বাজারের ইনস্টিটিউটে তিন বেডের নিউরো ‘পিকু’ খোলায় অনেকটা সুরাহা হল।এদিন বিশেষ এই ইউনিটের উদ্বোধনে হাজির ছিলেন, রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়, এসএসকেএম হাসপাতালের শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুপ্রতিম দত্ত, বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. হৃষিকেশ কুমার। অনলাইনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের প্রতিষ্ঠাতা অধ্যাপক, চিকিৎসক আর পি সেনগুপ্ত। জটিল স্নায়ুরোগী বাড়ছে শহরে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত তিনটি শয্যা নিয়ে পূর্ব ভারতে প্রথম নিউরো পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট শুরু হলেও। দ্রুত এর সংখ্যা বাড়াতে হবে।

[আরও পড়ুন: প্রেমে পড়া বারণ! খদ্দেরের বিয়ের প্রস্তাব পেয়ে এ কী করলেন যৌনকর্মী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement