shono
Advertisement
Mamata Banerjee

কাজে খুশি নন মমতা! প্রশাসনিক বৈঠকে মন্ত্রী-সচিবদের ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Published By: Paramita PaulPosted: 09:19 PM Jun 11, 2024Updated: 10:49 PM Jun 11, 2024

নব্যেন্দু হাজরা: শ্রমমন্ত্রী মলয় ঘটকের পারফরম্যান্স খুশি নন। তাঁকে আলাদা করে দেখা করতে বললেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। উত্তরবঙ্গের চা-বাগান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান বলে সূত্রের খবর। তবে শ্রমদপ্তরের কাজে যে তিনি খুশি নন তা মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের মধ্যে হাবেভাবেই বুঝিয়ে দিয়েছেন মমতা।

Advertisement

লোকসভা ভোট মিটতেই মঙ্গলবার নবান্ন সভাঘরে রাজ্যের সমস্ত দপ্তরের মন্ত্রী ও সচিব, যুগ্মসচিব, জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা। সেখানে একাধিক প্রাশাসনিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে বেশ কয়েকটি দপ্তরের কাজে যে মুখ‌্যমন্ত্রী খুশি নন, তা এদিন গোপন রাখেননি। নবান্নসূত্রে ঘবর, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ‌্যমন্ত্রী। সতর্ক করেন ওই দপ্তরের প্রধান সচিব রাজেশ পাণ্ডেকে। বেশ কিছু খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তাকেও এদিন ভর্ৎসনা করেন মুখ‌্যমন্ত্রী। তাঁর ঘন ঘন দিল্লি যাওয়া নিয়েও এদিন উষ্মা প্রকাশ করতে দেখা যায়। 

[আরও পড়ুন: দাদাগিরি করছে দেব! রেস্তরাঁ কাণ্ডে সোহমের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মদন]

কারিগরী শিক্ষা বিভাগের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন মুখ‌্যমন্ত্রী।  কড়া কথা শোনান সচিব অনুপ আগরওয়ালকে। তবে প্রশংসা শোনা যায় উদ‌্যানপালন বিভাগের কাজ নিয়ে। সচিব সুব্রত গুপ্তকে আরও ভাল কাজ করার জন্য উৎসাহিত করেন। রাজ্যের কয়েকটি জায়গায় হিমঘর তৈরির ব‌্যাপারেও এদিন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মুখ‌্যমন্ত্রী। পেঁয়ারা, লিচুর মতো ফল সংরক্ষণের জন্য বারুইপুরের ফুলতলার পিয়ালি টাউনের হিমঘরের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।  

এদিন পঞ্চায়েত দপ্তরের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ‌্যমন্ত্রী। দপ্তরের সচিব পি উলগানাথনকে পুনরায় আবাসের তালিকার পুনর্মূল‌্যায়ন করতে বলেন। এর পাশাপাশি বেদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের ব‌্যাপারেও প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ‌্যমন্ত্রী। পাশাপশি ওভারলোডিং রুখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। যেভাবেই হোক এই ওভারলোডিং ট্রাক বন্ধের নির্দেশ দেন। এদিনে পরিবহণ দপ্তরকে আরও বেশি করে জলপরিবহণের আধুনিকীকরণে জোর দিতে বলেন মুখ‌্যমন্ত্রী।

[আরও পড়ুন: DA নিয়ে বড় ঘোষণা রাজ্যের, জামাইষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্রমমন্ত্রী মলয় ঘটকের পারফরম্যান্স খুশি নন।
  • তাঁকে আলাদা করে দেখা করতে বললেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়।
  • উত্তরবঙ্গের চা-বাগান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান বলে সূত্রের খবর। ত
Advertisement