Advertisement
তিনটি বাড়ি, দু'টি গাড়ি-আগামী পাঁচ বছরে আর কী কী পাবেন দ্রৌপদী মুর্মু?
ভারতের প্রথম আদিবাসী হিসাবে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু।
ভারতের প্রথম আদিবসী রাষ্ট্রপতি নির্বচিত হলেন দ্রৌপদী মুর্মু। আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলসের বাসিন্দা তিনি।
রাষ্ট্রপতি ভবনে রয়েছে প্রচুর ঘোড়া এবং অন্যান্য সুযোগসুবিধা। প্রেসিডেন্ট এস্টেটের মধ্যেই রয়েছে হাসপাতাল, গলফ কোর্স।
প্রেসডেন্টের বাসভবনের অন্যতম আকর্ষণ মুঘল গার্ডেন্স। কাশ্মীরের বাগানের আদলে তৈরি করা হয়েছে এই গার্ডেন। প্রায় পনেরো একর জমি নিয়ে তৈরি এই বাগানে ফুলের শোভা ছাড়াও রয়েছে নানা চিত্রকলা।
ছুটি কাটানোর জন্য দু'টি জায়গায় যেতে পারেন রাষ্ট্রপতি। শিমলা এবং হায়দরাবাদে দু'টি রাষ্ট্রপতি ভবন রয়েছে। উত্তর এবং দক্ষিণ ভারতের ঐক্যের নিদর্শন রাখতেই বিশেষ জায়গায় রাষ্ট্রপতি ভবন তৈরি করা হয়েছে।
কালো রঙের মার্সিডিজ বেনজ এস৬০০ গাড়ি রাখা হয় রাষ্ট্রপতির চলাফেরার জন্য। এছাড়াও একটি সশস্ত্র লিমুজিন গাড়িতে সফর করেন তিনি।
অবসর নেওয়ার পরে বিশেষ বাংলো পান রাষ্ট্রপতি। সেই সঙ্গে মাসিক দেড় লক্ষ টাকা ভাতা পান তিনি। একজন সঙ্গীকে নিয়ে চলাফেরার জন্য ট্রেন বা বিমানের ভাতাও পান তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:21 PM Jul 22, 2022Updated: 04:21 PM Jul 22, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ