Advertisement
ঐতিহ্যের অক্সফোর্ডে মমতার সঙ্গী মহারাজ, হ্যারি পটারে জাদুদণ্ডের ছোঁয়া সফরে
শতাব্দী প্রাচীন পিয়ানোয় সুর তুললেন মুখ্যমন্ত্রী।
আমন্ত্রণে সাড়া দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পথে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিরোনাম ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’। নিজস্ব চিত্র
বাসে বেশ খোশমেজাজেই ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা রাস্তা বাসে বাংলা গানের উৎসব চলে। তাঁর অনুরোধে পরপর গান গান সাংবাদিকরা। রবীন্দ্রসঙ্গীত থেকে অতুলপ্রসাদ, আধুনিক, সবরকম গানেই জমে ওঠে সফর। নিজস্ব চিত্র
অক্সফোর্ডে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান স্কলার শাহনওয়াজ আলি রায়হান। নিজস্ব চিত্র
বিশ্রামের জন্য মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় র্যান্ডল্ফ হোটেলে। তার লবিতেই রাখা ছিল শতাব্দী প্রাচীন পিয়ানো। ১৮৮৭ সালের প্রাচীন পিয়ানোতে 'প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে', 'উই শ্যাল ওভারকাম', 'পুরানো সেই দিনের কথা' সুর ধরলেন মমতা। নিজস্ব চিত্র
অক্সফোর্ডের তরফে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজস্ব চিত্র
Published By: Paramita PaulPosted: 09:39 PM Mar 27, 2025Updated: 09:43 PM Mar 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ