Advertisement
বৃষ্টিতে ভাসবে রয়্যালস বনাম নাইট ম্যাচ? কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ
অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে কামব্যাকে নজর গতবারের চ্যাম্পিয়নদের।
আরসিবি'র বিরুদ্ধে হেরে আইপিএল অভিযান শুরু করেছে নাইট রাইডার্স। অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে কামব্যাক করতে মরিয়া থাকবে গতবারের চ্যাম্পিয়নরা।
গত মরশুমে রাজস্থানের নতুন 'ঘরের মাঠে' দুদলের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছিল। এবার সেই সম্ভাবনা নেই। সন্ধের দিকে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকার কথা। শিশির পড়ার সম্ভাবনা থাকায় টস গুরুত্বপূর্ণ হবে।
নাইট রাইডার্সের প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে চিন্তা থাকবে বৈভব অরোরার ফর্ম নিয়ে। রাসেলকে বল করতে দেওয়া হয় কি না, সেটাও নজরে থাকবে।
আগের ম্যাচে ওপেন করে রান পাননি ডি'কক। আবার শেষের দিকে ব্যর্থ রিঙ্কুও। ভালো শুরু করেও বড় রান করতে পারেনি নাইটরা। সেই ব্যর্থতা ঘোচাতে চাইবেন রাহানেরা।
Published By: Arpan DasPosted: 11:20 AM Mar 26, 2025Updated: 01:38 PM Mar 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ