সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের পর বাংলা। সভা করার অনুমতি পেলেন না রাহুল গান্ধী। পুলিশের দাবি, পরীক্ষা থাকায় সভার অনুমতি দেওয়া হয়নি। সে কথা মেনে নিলেও রাজ্য় প্রশাসনকে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর খোঁচা, বিজেপির মতোই আচরণ করছে তৃণমূল। উল্লেখ্য, বিজেপিশাসিত অসমেও রাহুল গান্ধীকে সভার অনুমতি দেওয়া হয়নি।
বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রবেশ করেন রাহুল গান্ধী। যদিও শুরুতেই শেষ হয়ে যায় যাত্রা। সোনিয়া গান্ধীর তলবে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে ফিরে যান তিনি। দলীয় সূত্রে খবর, ২৮ তারিখ ফিরে ফের যাত্রা শুরু করবেন রাহুল। সেই সময় শিলিগুড়িতে দুটো সভা করার কথা ছিল কংগ্রেসের প্রাক্তন সভাপতির। কিন্তু পুলিশি বাধায় তা ভেস্তে গেল।
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে ইন্দিরা গান্ধীর স্মৃতি ফেরালেন রাষ্ট্রপতি মুর্মু, বাঁধনি পাগড়িতে সাজ মোদির]
জানা গিয়েছে, ২৮ জানুয়ারি পুলিশ নিয়োগের পরীক্ষা রয়েছে। একইদিনে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। এসবের কথা মাথায় রেখেই ওই দিন খোলা মাঠে হাই প্রোফাইল সভার অনুমতি দেয়নি শিলিগুড়ি কমিশনারেট। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, পরীক্ষার কথা জানা ছিল না। তাই সমস্যা হয়েছে। অন্তত একটা সভার অনুমতি দিতে বলা হয়েছে। তবে সেই অনুমতি পাওয়ার আশা ক্ষীণ। রাজ্যকে বিঁধতে ছাড়েননি অধীর। তাঁর কথায়, “অসমের মতো বাংলায়ও সভার অনুমতি মেলেনি। বিজেপির মতোই কথা বলছে তৃণমূল সরকারও।” এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস ও তৃণমূল। তার পরেও জোট শরিকের রাজ্যেই রাহুলের সভার অনুমতি না পাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।