ডাইভারসিফিকেশন দিতে পারে এই নিউ ফান্ড। কিন্তু সঙ্গে যদি আরও থাকে, যথাসম্ভব ক্যাপিটাল গ্রোথ আনার প্রচেষ্টাও, তাহলে স্বস্তি বাড়ে বইকি! নতুন ফান্ডের খবরাখবর দিচ্ছে টিম সঞ্চয়

কেবলমাত্র হাই প্রফিটেবিলিটি সংস্থা, যেগুলোর ক্ষেত্রে রিটার্ন অন ইক্যুইটি বেশ বড় মাপের, এই প্রস্তাবের অন্তর্গত হবে। টাটা মিউচুয়াল ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়াও এই সব কোম্পানির ক্ষেত্রে ডেটের মাত্রা কম থাকতে হবে। শুধুমাত্র ফিনান্সিয়াল স্টেবিলিটির নিরিখে ফান্ডটির পোর্টফোলিও উচ্চমানের রাখা হবে, এমনও বলা হচ্ছে।
ক। লক্ষ্য: দীর্ঘমেয়াদের জন্য যথাসম্ভবভাবে ক্যাপিটাল গ্রোথ আনার চেষ্টা করবেন সংশ্লিষ্ট ফান্ড ম্যানেজার।
খ। ওপেন এন্ড ফান্ড: যে কোনও দিন বেচাকেনা হতে পারে। চালু ন্যাভের ভিত্তিতে লগ্নি করতে পারবেন লগ্নিকারীরা।
গ। বিএসই লার্জমিড ক্যাপ ইনডেক্স থেকে বেছে নিয়ে তিরিশটি কোম্পানিতে বিনিয়োগ হবে। ‘কোয়ালিটি স্কোর’ এখানে স্টক নির্বাচন করার জন্য ব্যবহার করা হবে।
ঘ। রিস্কের মাত্রা: ভেরি হাই।
ঙ। বিএসই কোয়ালিটি ইনডেক্স: একাধিক ছোট-বড় সংস্থা ‘কোয়ালিটি’ বলে চিহ্নিত হয়েছে। মার্কেট ক্যাপ এখানে কোনও নির্ধারক নয়।
যে সেক্টরগুলো এই সূচকের মধ্যে আছে–
ইনফোটেক, কনজিউমার, অটোমোবাইল, ফার্মা এবং কমোডিটি
টাটা মিউচুয়াল ফান্ডের মতে, নূন্যতম ৫,০০০ টাকায় বিনিয়োগ করা যাবে, অ্যাডিশনাল পারচেজের জন্য অন্তত ১,০০০ টাকা লাগবে। যদি অ্যালটমেন্টের ১৫ দিনের মধ্যে রিডিম করা হয়, তাহলে ০.২৫ শতাংশ এগজিট লোড দিতে হবে। লং টার্ম গ্রোথ পাওয়ার জন্য এককালীন লগ্নি করার পর সিপের মাধ্যমে তহবিল বাড়ানোর কথা ভাবতে পারেন সাধারণ লগ্নিকারীরা।