সমাজের প্রতি দায়বদ্ধতা এবং আর্তের সেবায় এগিয়ে এল অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ITSEWA)-এর পশ্চিমবঙ্গ ইউনিট। সম্প্রতি কলকাতার আয়কর ভবন ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে একাধিক মানবিক কর্মসূচির মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এই সংগঠনটি। সংগঠনের মূল লক্ষ্য ছিল— ‘সমাজের পাশে থাকা, মানবিক অঙ্গীকার রক্ষা করা’।
শহরের কনকনে শীতের রাতেও যারা নিরলসভাবে ডিউটি করে যান, সেই নিরাপত্তা কর্মী ও সহায়ক কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আয়কর ভবনের ‘পূর্বা’ বিল্ডিংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর দপ্তরের প্রধান আয়ুক্ত শ্রীমতি জি জি কামেই, জসদীপ সিং এবং এইচ এন সিং। প্রতিকূল আবহাওয়ায় কর্মরত এই কর্মীদের হাতে উষ্ণ পোশাক তুলে দেওয়ার মুহূর্তটি ছিল আবেগঘন।
শহর ছাড়িয়ে এই সেবামূলক কাজের হাত পৌঁছে গিয়েছে জেলার প্রান্তিক পরিকাঠামো উন্নয়নেও। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মা সারদা বিদ্যামন্দির স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য ‘উৎকর্ষে আরোহন’ নামক সংস্থার মাধ্যমে এক লক্ষ টাকারও বেশি আর্থিক অনুদান প্রদান করা হয়। উদ্যোক্তাদের আশা, এই অর্থ স্কুলের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে।
পাশাপাশি, ‘বিহান’ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার সানকিজাহান গ্রামের দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ITSEWA-এর পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মী নারায়ণ দাস এবং সৌমেন দাস। উদ্যোক্তারা জানিয়েছেন, শুধুমাত্র উৎসব বা অনুষ্ঠান নয়, সারাবছরই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা নিয়ে তাঁরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। পেশাদার কাজের ব্যস্ততার মাঝেও প্রশাসনের এই মানবিক মুখ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
