সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে রিনিউয়েবল এনার্জি সংক্রান্ত ফিন্যান্স কোম্পানি আইআরইডিএ-র আইপিও । প্রত্যেকটি আইপিও ঘিরে কম-বেশি প্রত্যাশা তৈরিও হয়। IREDA’র আইপিও ঘিরেও একই ভাবে আগ্রহ তৈরি হয়েছে। ২১ নভেম্বর ওই আইপিও খুলবে। বিনিয়োগকারীরা ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এর জন্য।
জানা যাচ্ছে, প্রাইস ব্র্যান্ডের মূল্য শেয়ার প্রতি ৩০ টাকা থেকে ৩২ টাকা। ৪৬০টি শেয়ারের লট সাইজ রাখা হয়েছে। বিনিয়োগকারীরা ৪৬০টি শেয়ারের লট সাইজের গুণে আইপিওর (IPO) জন্য আবেদন করতে পারবেন। ফ্লোর প্রাইস শেয়ারের ফেস ভ্যালুর ৩ গুণ এবং ক্যাপ প্রাইস শেয়ারের ফেস ভ্যালুর ৩.২০ গুণ।
[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]
প্রসঙ্গত, IREDA হল একটি আর্থিক প্রতিষ্ঠান যার ৩৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পগুলির জন্য এবং শক্তি দক্ষতা ও সংরক্ষণ প্রকল্পগুলির জন্য আর্থিক সহায়তার প্রচার, উন্নয়ন এবং প্রসারিত করার ক্ষেত্রে৷