shono
Advertisement

নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দুর্দান্ত ফল জুপিটার ওয়াগনসের! কত আয় করল সংস্থা?

এই সংস্থার সদর দপ্তর কলকাতার মিডলটন স্ট্রিটে।
Published By: Biswadip DeyPosted: 03:53 PM Jul 26, 2024Updated: 03:53 PM Jul 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আয় ঘোষণা করল জুপিটার ওয়াগনস লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চলা ত্রৈমাসিকে তাদের মোট উপার্জন দাঁড়িয়েছে ৯০ হাজার ২১৯ লক্ষ টাকায়। যা গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের থেকে ১৯.৪ শতাংশ বেশি।

Advertisement

রেলওয়ের ওয়াগন, যাত্রীবাহী কোচের নানা সরঞ্জামের পাশাপাশি মেরিন কন্টেনার, রেফ্রিজারেটেড কন্টেনারের মতো বিভিন্ন সরঞ্জামও তৈরি করে থাকে জুপিটার ওয়াগন লিমিটেড। এই সংস্থার সদর দপ্তর কলকাতার মিডলটন স্ট্রিটে। অন্যান্য সংস্থার মতো সদ্য শেষ হওয়া ত্রৈমাসিকের আয়ের পরিসংখ্যান প্রকাশ করল তারাও।

[আরও পড়ুন: ‘নাম লিখতে বাধ্য করা যাবে না’, কানোয়ার যাত্রায় নেমপ্লেট বিতর্কে নির্দেশ শীর্ষ আদালতের]

আর তা থেকে জানা যাচ্ছে, এই সময়কালে সুদ, কর, অবমূল্যায়ন এবং পরিশোধের আগে উপার্জনের অঙ্ক ১২ হাজার ৮৮৬ লক্ষ টাকা। যা গতবারের তুলনায় ৩২.৪ শতাংশ বেশি। এবং সংস্থার কর বাদ দিয়ে মুনাফা ৮ হাজার ৯২৩ লক্ষ টাকা। যা গতবারের তুলনায় ৯.৯ শতাংশ বেশি।

[আরও পড়ুন: খনিজ সম্পদে রয়্যালটি রাজ্যেরও, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement