সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় লাভের মুখ দেখল জুপিটার ওয়াগনস লিমিটেড। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কিউআইপি তথা কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট বাবদ তারা ৮০০ কোটি টাকা উপার্জন করেছে।
জানা গিয়েছে, এর ফলে মোট চাহিদা প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকায় পৌঁছেছে। এর ফলে কিউআইপি সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। যা হাসি ফোটাচ্ছে লগ্নিকারীদের মুখে। তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। বর্ধিত মূলধন রেলের চাকা ও এক্সেল উৎপাদন কারখানা তৈরিতে লাগানো হবে।
[আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ১০-১২টি কামরা]
প্রসঙ্গত, রেলওয়ের ওয়াগন, যাত্রীবাহী কোচের নানা সরঞ্জামের পাশাপাশি মেরিন কন্টেনার, রেফ্রিজারেটেড কন্টেনারের মতো বিভিন্ন সরঞ্জামও তৈরি করে থাকে জুপিটার ওয়াগন লিমিটেড। এই সংস্থার সদর দপ্তর কলকাতার মিডলটন স্ট্রিটে। প্রতিরক্ষা মন্ত্রকের হয়েও কাজ করে ওয়াগন।