shono
Advertisement

নমিনেশন করা বাধ্যতামূলক, জানাচ্ছে সেবি

কী হবে নমিনেশন না করলে?
Posted: 02:42 PM Jan 19, 2024Updated: 02:42 PM Jan 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নমিনেশন করা যে আবশ্যিক তা আরও একবার বললেন KFintech কর্তৃপক্ষ। বাজারের দুই প্রধান রেজিস্ট্রার তথা ট্রান্সফার এজেন্টের অন‌্যতম এই বার্তা দিয়েছেন লগ্নিকারীদের।

Advertisement

সেবির প্রণীত নির্দিষ্ট সার্কুলার উল্লেখ করে, সংস্থাটি জানাচ্ছে যে জুন ৩০, ২০২৪-কে ডেডলাইন হিসাবে চিহ্নিত করা হয়েছে। নমিনেশন (Nomination) নথিভুক্ত করা বাধ‌্যতামূলক এই সময়ের মধ্যে– নচেৎ সংশ্লিষ্ট ফোলিও যে কোনও ধরনের ডেবিটের জন‌্য ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। অর্থাৎ, রিডেম্পশন এবং সুইচ হবে না। এছাড়াও আগে থেকে রেজিস্ট্রেশন করা হলেও, SIP বা SWP-এর অনুমতি দেওয়া যাবে না।

[আরও পড়ুন: বাড়তি সময় নয়, রবিবারই আত্মসমর্পণ বিলকিসের ধর্ষকদের, জানাল সুপ্রিম কোর্ট]

ইতিমধ্যে লগ্নিকারীর সুবিধার জন‌্য অনলাইন পদ্ধতিতে নমিনেশন নথিভুক্ত করা সম্ভব এবং নমিনি অপ্ট-আউট বিকল্পও বেছে নেওয়া যেতে পারে। KFIN MFS পোর্টালে এই সুযোগ পাবেন লগ্নিকারীরা। তবে PAN নথিভুক্ত থাকতেই হবে সংশ্লিষ্ট ফোলিওতে, আর একই সঙ্গে ইমেল বা মোবাইলও রেজিস্টার্ড থাকা প্রয়োজন। জয়েন্ট হোল্ডারদের জন‌্য বিশেষ নিয়ম, এ-ও জানানো হচ্ছে। নমিনেশন ফর্ম ডাউনলোড করার উপায় বলে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: রামমন্দির লাগোয়া জমিতে লঙ্গরখানা, পুণ্যার্থীদের নিজহাতে খাওয়াবেন রামভক্ত নুর আলম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement