shono
Advertisement
SBI

বিনামূল্যে লেনদেনের দিন শেষ! ১৫ ফেব্রুয়ারি থেকে খরচ বাড়ছে SBI গ্রাহকদের

এতদিন নেট ব্যাঙ্কিং বা YONO অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের লেনদেনে যে সুবিধা বিনামূল্যে মিলত, এবার থেকে তার জন্য গুনতে হবে মাশুল।
Published By: Buddhadeb HalderPosted: 04:06 PM Jan 17, 2026Updated: 05:45 PM Jan 17, 2026

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) অ্যাকাউন্ট আছে? তবে এবার বড় অঙ্কের লেনদেন করার আগে সাবধান হতে হবে আপনাকে। কারণ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে IMPS বা ‘ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস’-এর খরচ বাড়াতে চলেছে দেশের বৃহত্তম এই সরকারি ব্যাঙ্ক। এতদিন নেট ব্যাঙ্কিং বা YONO অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের লেনদেনে যে সুবিধা বিনামূল্যে মিলত, এবার থেকে তার জন্য গুনতে হবে মাশুল।

Advertisement

ব্যাঙ্ক সূত্রে খবর, ইয়োনো অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ২৫ হাজার টাকার বেশি লেনদেন করলেই বসবে সার্ভিস চার্জ। তবে স্বস্তির খবর এই যে, ২৫ হাজার টাকার নীচে লেনদেন করলে কোনও বাড়তি টাকা দিতে হবে না।

২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে ২ টাকা এবং সঙ্গে GST যোগ হবে। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার ক্ষেত্রে এই চার্জ হবে ৬ টাকা প্লাস জিএসটি। আবার ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিজিটাল লেনদেন করলে দিতে হবে ১০ টাকা ও জিএসটি। অর্থাৎ বাড়িতে বসে অনলাইনে বড় অঙ্কের টাকা পাঠালেও এখন থেকে পকেটে টান পড়বে গ্রাহকদের।

শাখা বা ব্রাঞ্চে লেনদেনের খরচ
ব্যাঙ্কের শাখায় গিয়ে আইএমপিএস করলে খরচের মাত্রা আরও বেশি। সেখানে ১ হাজার টাকা পর্যন্ত লেনদেন বিনামূল্যে হলেও, তার উপরেই শুরু হবে মাশুল। ১ হাজার থেকে ১ লক্ষ টাকার লেনদেনে ৪ টাকা ও জিএসটি দিতে হবে। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার ক্ষেত্রে চার্জ ১২ টাকা। আর ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার বিশাল অঙ্কের লেনদেনে ২০ টাকা ও জিএসটি ধার্য করা হয়েছে।

ব্যতিক্রমী কারা?
তবে এই নয়া নিয়মের বেড়াজাল থেকে বাইরে রাখা হয়েছে নির্দিষ্ট কিছু স্যালারি অ্যাকাউন্টকে। ডিএসপিসি (DSP), পিএমএসপি (PMSP) বা সিজিএসপি (CGSP) স্যালারি অ্যাকাউন্ট যাঁদের রয়েছে, তাঁদের আইএমপিএস চার্জ দিতে হবে না।

মূলত অনলাইন লেনদেন এবং ব্যাঙ্কিং পরিষেবায় শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ গ্রাহকদের একাংশের মতে, ডিজিটাল ইন্ডিয়ার যুগে ছোট ছোট সার্ভিস চার্জ বসানোয় মধ্যবিত্তের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement