shono
Advertisement

ঝুঁকি নিলে মুনাফায় সয়, এই ফান্ডে লগ্নিতেই হতে পারে লক্ষ্মীলাভ

মিলবে লং টার্ম ক্যাপিটাল গ্রোথের আশ্বাস। ব্যাখ্যা করল টিম সঞ্চয়।
Posted: 03:02 PM Mar 13, 2023Updated: 03:02 PM Mar 13, 2023

মাইক্রো ক‌্যাপের রিস্ক যদি মেনে নিতে সক্ষম হন, তাহলে লগ্নি করতে পারেন এইচডিএফসি ইমার্জিং ইন্ডিয়া অপারচুনিটিজ ফান্ডে। মিলবে লং টার্ম ক‌্যাপিটাল গ্রোথের আশ্বাস। ব‌্যাখ‌্যা করল টিম সঞ্চয়

Advertisement

HDFC মিউচুয়াল ফান্ডের নতুন প্রস্তাবিত অফার, HDFC Emerging India Opportunities Fund, এবারে আমাদের উঠতি তারা। সম্প্রতি ড্রাফ্ট অফার ডকুমেন্টটি ফাইল করা হয়েছে, সেবির অনুমোদনের জন‌্য। এই ওপেন-এন্ড ইকুইটি ফান্ডটি মূল‌ত ‘মাইক্রো ক‌্যাপ’ গোত্রের কোম্পানির স্টকে বিনিয়োগ করবে বলে ফান্ড হাউসটি জানিয়েছে। যে লগ্নিকারীরা লং টার্ম ক‌্যাপিটাল গ্রোথ পাওয়ার আশায় মাইক্রো ক‌্যাপের রিস্ক সহ‌্য করে নিতে পারবেন, এই ফান্ডটি তাঁদের জন‌্য।

কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখবেন :
# বেঞ্চমার্ক ইনডেক্স : নিফটি মাইক্রোক‌্যাপ ২৫০ ইনডেক্স
# এক্সিট লোড : যদি এক বছরের আগে রিডেম্পশন বা সুইচ আউট চান বিনিয়োগকারী তাহলে ৩ শতাংশ লোড দিতে হবে। অন‌্যান‌্য শর্তও আছে।
# অন্তত ৮০ শতাংশ অ‌্যাসেট লগ্নি করা হবে মাইক্রো ক‌্যাপে। রিস্কের মাত্রা তাই ‘ভেরি হাই’।
# লিকুইডিটি রিস্ক নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিনিয়োগকারীদের।
# বম্বে স্টক এক্সচেঞ্জের SME প্ল‌্যাটফর্মে আছে, এমন সংস্থায় বিনিয়োগ করা হতে পারে।
# একইভাবে ন‌্যাশনাল স্টক এক্সচেঞ্জের EMERGE প্ল‌্যাটফর্মে অাছে, এমন কোম্পানিও বেছে নিতে পারেন সংশ্লিষ্ট ফান্ড ম‌্যানেজার।

[আরও পড়ুন: বাজারে ওঠানামা থাকবেই, ঝুঁকির দিনেও কীভাবে থাকবেন সুরক্ষিত?]

প্রসঙ্গত, বলা যেতে পারে পেশাদার লগ্নিকারীরা সবসময়ই মাইক্রো ক‌্যাপে শ্রেণিভুক্ত সংস্থাগুলি নিয়ে সতর্ক থাকতে বলেন। অতিমাত্রায় বিনিয়োগ করলে ইনভেস্টররা বিপদে পড়তে পারেন যদি মার্কেট পড়ে যায় এবং এগুলির ভ‌্যালুয়েশন কমে যায়। বড় সংস্থায়, যেখানে ট্রেডিং ভলিউম বেশি, সেখানে বিপদের আশঙ্কা তুলনায় কম থাকে। মাইক্রো ক‌্যাপে লগ্নি করলে ইনভেস্টররা যেন সম্ভাব‌্য রিস্কের প্রতি বিশেষভাবে মনোযোগ দেন। সব মিলিয়ে একজন সাধারণ ইনভেস্টর কেবল স্বল্প পরিমাণে যেন এই ধরনের অ‌্যাসেটে লগ্নি করেন, তাও বলা হয়ে থাকে। পুরো পোর্টফোলিওর ৫-১০ শতাংশের বেশি যেন মাইক্রো ক‌্যাপে না লগ্নি করা হয়, এমন সতর্কবার্তাও দিয়ে রাখেন বিশেষজ্ঞরা।

উল্লেখ‌্য, এই ইকুইটি ফান্ডটি ছাড়াও, HDFC মিউচুয়াল ফান্ড তিনটি ডেট-ভিত্তিক ইনডেক্স প্রোডাক্টের জন‌্য সেবির অনুমোদন চেয়েছে। এগুলি হল:-
# HDFC Nifty SDL Plus G-Sec April 2026 40:60 Index Fund
# HDFC Nifty SDL Plus G-Sec September 2026 25:75 Index Fund
# HDFC Nifty SDL Plus G-Sec June 2036 Index Fund

[আরও পড়ুন: আজকের সঞ্চয়ই ভবিষ্যতের ভরসা, বুঝতে হবে সেভিংস-এর গুরুত্ব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement