shono
Advertisement

পারথ টেস্টে খারাপ শুরু করেও দুর্দান্ত কামব্যাক ভারতীয় বোলারদের

টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া।
Posted: 03:41 PM Dec 14, 2018Updated: 06:17 PM Dec 14, 2018
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

অস্ট্রেলিয়া ২৭৭-৬ (হ্যারিস ৭০, ইশান্ত ২/৩৫)

Advertisement

ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্টে জয়ের পর অনেকেই মনে করছিলেন ভারতের সামনে এবারের লড়াইটা বেশ সহজই হতে চলেছে। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দিনই অজি ব্যাটসম্যানরা বুঝিয়ে দিলেন এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তারা নন। ওয়াকার বাউন্সি পিচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ফর্মে থাকা ভারতীয় পেসারদের সামনে সেই সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকে। তাছাড়া ওয়াকার এই উইকেটে এটিই ছিল প্রথম ম্যাচ। তাই সবুজ অপরীক্ষিত পিচে প্রথমে ব্যাট করাটা বেশ ঝুঁকিপূর্ণই ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তাদের অধিনায়ককে হতাশ করেননি।

[আসন্ন আইপিএলে এই দলের মেন্টরের ভূমিকায় দেখা যাবে গম্ভীরকে?]

দিনের শুরুটা ভালই করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং মার্কাস হ্যারিস। সকালের সুইং সামলে প্রথম উইকেটে ১১২ রান তোলেন তাঁরা। কিন্তু ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করার পরই ধৈর্য হারান ফিঞ্চ। বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উমেশ যাদবের বলে দ্রুত ফিরে যান উসমান খোয়াজাও। ৭০ রান করে আউট হয়ে যান হ্যারিস। অ্যাডিলেড টেস্টের মতো পারথেও প্রথম ইনিংসে ব্যর্থ হন হ্যান্ডসকম্ব। থার্ড স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফেরান ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফলে শুরুটা ভাল করলেও দেড়শো রানের মধ্যেই ৪টি উইকেট খুঁইয়ে ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর অবশ্য ঘুরে দাঁড়ান শন মার্শ আর ট্রাভিস হেড। দুই মিডল অর্ডার ব্যাটসম্যানের জুটিতে ভর করে ২৩০ রানের গণ্ডি পেরিয়ে যায় অজিরা। ব্যক্তিগত ৪৫ রানের মাথায় মার্শ যখন প্যাভিলিয়নে ফিরলেন তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৩২। মার্শ না পারলেও হেড অবশ্য অর্ধশতরান পূর্ণ করেন, কিন্তু তাঁর পর টিকে থাকতে পারেননি তিনিও। ব্যক্তিগত ৫৮ রানে ইশান্ত শর্মার বলে প্যাভিলিয়নে ফেরেন হেড। দিনের শেষদিকে ভারতীয় পেসাররা দুর্দান্ত বোলিং করলেও কোনওক্রমে মাটি কামড়ে পড়ে রয়েছেন অজি অধিনায়ক পেইন এবং প্যাট কামিনস।

[২০২০ এশিয়া কাপের আয়োজক পাক বোর্ড, কোথায় হবে টুর্নামেন্ট?]

পারথ টেস্টে প্রথম দিনের পিচে গতি আর বাউন্স দুই-ই ছিল। যদিও, অন্যবারের তুলনায় এই পিচ ততটা বিপজ্জনক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, অস্ট্রেলিয়ার স্কোর যদি সাড়ে তিনশো রানের গণ্ডি পেরিয়ে যায় সেক্ষেত্রে ব্যাকফুটে চলে যেতে পারেন কোহলিরা। তাই দ্বিতীয় দিনে ভারতের লক্ষ্য যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার বাকি চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার