সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞানবাপী (Gyanvapi Mosque) চত্বরে হিন্দু মন্দিরের যা কিছু নিদর্শন রয়েছে, সেগুলি ধ্বংস করে দেওয়া হতে পারে। তাই অবিলম্বে জ্ঞানবাপীর উপযুক্ত নিরাপত্তা মোতায়েন করতে হবে। এই মর্মে বারাণসীর (Varanasi) জেলা আদালতে মামলা দায়ের হল। প্রসঙ্গত, বৃহস্পতিবারই জ্ঞানবাপীতে এএসআই সমীক্ষা চালানো নিয়ে রায় দেবে এলাহাবাদ হাই কোর্ট। তার ঠিক আগের দিনই নতুন করে মামলা দায়ের করলেন রাখি সিং নামে এক অভিযোগকারিনী। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন এই রাখি।
বুধবার নতুন করে বারাণসী জেলা আদালতে মামলা দায়ের করে রাখি আবেদন জানান, জ্ঞানবাপীতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তা না হলে মসজিদের অন্দরে মন্দিরের চিহ্ন মুছে ফেলার চেষ্টা হবে। তবে এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে মসজিদ কমিটি। তাদের তরফে বলা হয়েছে, এই দাবি একেবারে ভিত্তিহীন। আইনি পথেই এই অভিযোগের মোকাবিলা করবে মসজিদ কমিটি। আগামী শুক্রবারই এই মামলার শুনানি হবে বারাণসী জেলা আদালতে।
[আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে কলকাতা ফেরার পথে বিপত্তি, হাওড়ায় নদীর চড়ে আটকে গেল পণ্যবাহী জাহাজ]
প্রসঙ্গত কয়েকদিন আগেই গুজব ছড়ায়, জ্ঞানবাপী মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাখি। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে ভেঙে পড়েন তিনি। ২০২১-এর আগস্টে রাখি সিং-সহ পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে পূজার্চনার অনুমতি চেয়েছিলেন আদালতে। কিন্তু অন্য মামলাকারীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রাখি। তারপর থেকেই তাঁর নামে গুজব ছড়াতে থাকে। তখনই স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লেখেন রাখি।
অন্যদিকে, বারাণসীর জেলা আদালতের নির্দেশ সত্ত্বেও আপাতত স্থগিত রয়েছে জ্ঞানবাপীতে এএসআইয়ের বৈজ্ঞানিক সমীক্ষা। শুনানির পরে এলাহাবাদ হাই কোর্ট জানায়, আগামী ৩ আগস্ট পর্যন্ত মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা করা যাবে না। মসজিদ চত্বরে সমীক্ষার কাজ আদৌ নিরাপদ কিনা তা নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ শুনানি চলে আদালতে। আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে। আগামী ৩ আগস্ট এই মামলার রায় দেবে এলাহাবাদ হাই কোর্ট।