সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আগে ফের জ্বালানির বাজারে আগুন। পরপর দুদিন বাড়ল পেট্রল-ডিজেলের (Diesel) দাম। এমনিতেই পাঁচ রাজ্যের ভোটের পর পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। দেশের অধিকাংশ শহরেই এখন পেট্রল (Petrol) বিকোচ্ছে একশো টাকার উপরে। খুব পিছিয়ে নেই ডিজেলও। গোদের উপর বিষফোঁড়ার মতো বুধবার থেকে ফের দাম বাড়া শুরু হয়েছে জ্বালানির। বুধবার দাম বেড়েছিল লিটারপ্রতি ২৮ পয়সা করে। বৃহস্পতিবার ফের দাম বাড়ল ২৪ থেকে ৩০ পয়সা করে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ১৭ পয়সা। আর ডিজেলের দাম লিটার পিছু ৯২.৯৭ পয়সা। রাজধানী দিল্লিতে (Delhi) এক লিটার পেট্রলের মূল্য ১০১ টাকা ৬৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৮৯.৮৭ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) মহানগরগুলির মধ্যে সবার আগে ১০০ টাকা পেরিয়েছিল পেট্রলের মূল্য। বৃহস্পতিবার সেখানে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১০৭ টাকা ৭১ পয়সায়। এক লিটার ডিজেলের দাম ৯৭ টাকা ৫২ পয়সা।
[আরও পড়ুন: চিনের উদ্বেগ বাড়িয়ে শক্তিবৃদ্ধি ভারতের, আরও ১৩ হাজার কোটি টাকার অস্ত্র পেতে চলেছে ফৌজ]
উল্লেখ্য, চলতি বছরের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই লাগাতার বাড়া শুরু করে পেট্রল ডিজেলের দাম। এই মুহূর্তে জ্বালানির দাম সর্বকালের সর্বোচ্চ। কেন্দ্র দাবি করছে, করোনার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জন্য ভারতের বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে হচ্ছে। কিন্তু, এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল। তাতেও স্বস্তি পাচ্ছে না আম আদমি।
[আরও পড়ুন: পাঞ্জাবের রাজনীতিতে নয়া মোড়! অমিত শাহ-অমরিন্দর সিং সাক্ষাৎ, বাড়ছে জল্পনা]
পেট্রল-ডিজেলের মুল্যের প্রশ্নে কেন্দ্র এখন জিএসটি (GST) কাউন্সিলকে ঢাল হিসাবে ব্যবহার করছে। নির্মলা সীতারমণরা (Nirmala Sitharaman) দাবি করছেন, পেট্রপণ্যের দাম কমাতে হলে জিএসটির আওতায় আনতে হবে। কিন্তু জিএসটি কাউন্সিল সেই প্রস্তাবে ছাড়পত্র দিচ্ছে না। কেন্দ্র পেট্রপণ্যকে জিএসটির আওতায় আনতে চাইলেও বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলি তাতে বাধা দিচ্ছে। যদিও, জিএসটি কাউন্সিলের সর্বশেষ বৈঠকে বিরোধীদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিও পেট্রপণ্যকে জিএসটির আওতায় আনতে বাধা দিয়েছে।