shono
Advertisement

PhD প্রোগ্রাম চালু হচ্ছে কলকাতার আরও এক বিশ্ববিদ্যালয়ে, চলতি বছরের শেষেই শুরু আবেদন

সাত বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Posted: 05:49 PM Aug 29, 2022Updated: 07:18 PM Aug 29, 2022

দীপালি সেন: উচ্চশিক্ষার সিঁড়িতে আর এক ধাপ উঠল ঐতিহ্যবাহী সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়। চলতি বছরের শেষেই বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে পিএইচডি প্রোগ্রাম (PhD Programme)। কলেজ স্ট্রিটে অবস্থিত সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোট সাতটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স রয়েছে। সেই সাতটি বিষয়েই পিএইচডি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক সমিতি ইউনিভার্সিটি কাউন্সিলের।

Advertisement

সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় বলেন, “আমরা চেষ্টা করছি পিএইচডি প্রোগ্রাম শুরু করার। আশা করছি, এই বছরের শেষের দিকে পিএইচডি প্রোগ্রামে ছাত্র-ছাত্রী ভরতির বিজ্ঞাপন প্রকাশ করতে পারব। এবছর ভরতি প্রক্রিয়া শুরু করতে পারলে সামনের বছরে পিএইচডি প্রোগ্রামটা চালু করে দিতে পারব।”

[আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ দেখাতে চান তিনিই মানুষের পক্ষে! নাম না করে নালিশ অরুণাভ ঘোষের]

২০১৬ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয় হিসাবে পথচলা শুরু করেছিল দু’শো বছরেরও বেশি প্রাচীন সংস্কৃত কলেজ। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আটটি বিষয়ে স্নাতক ও সাতটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স রয়েছে। এবার পিএইচডি প্রোগ্রামের হাত ধরে উচ্চশিক্ষা জগতের আরও গভীরে প্রবেশ করতে চলেছে এই বিশ্ববিদ্যালয়। সংস্কৃত, বাংলা, ইংরেজি, দর্শনশাস্ত্র, প্রাচীন ভারতীয় ও বিশ্ব ইতিহাস, ভাষাবিজ্ঞান ও ট্রাডিশনাল ওরিয়েন্টাল লার্নিং (টোল) -এই সাতটি বিষয়ে চালু করা হবে পিএইচডি প্রোগ্রাম। তার জন্য বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উচ্চশিক্ষা দপ্তরের গাইডলাইন মেনে পিএইচডি রেগুলেশন তৈরি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত নবদ্বীপ ক্যাম্পাসে চলতি বছর থেকেই শুরু হচ্ছে পঠন-পাঠন। বাংলা এবং সংস্কৃতে দু’বছরের এমএ কোর্স চালু করছে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা দপ্তরের ভরতির গাইডলাইন মেনে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া। দু’টি বিষয়েই ৩০টি করে আসন রয়েছে। উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় বলেন, “নবদ্বীপ ক্যাম্পাসে এবছর থেকে বাংলা এবং সংস্কৃতে এমএ কোর্স চালু করছি।” বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্রোশিওর-এ এসম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।

[আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ দেখাতে চান তিনিই মানুষের পক্ষে! নাম না করে নালিশ অরুণাভ ঘোষের]

উপাচার্য জানিয়েছেন, নবদ্বীপের ক্যাম্পাসে সংস্কৃত ও ইন্দোলজি বিভাগ চালুর অনুমোদন রয়েছে। তবে, সংস্কৃত ও তার সঙ্গে বাংলায় স্নাতকোত্তর কোর্স চালু হলেও, এখনও ইন্দোলজি বিষয়টি চালু করা হচ্ছে না। অনুরাধা মুখোপাধ্যায় বলেন, “ওখানের জন্য সংস্কৃত ও ইন্দোলজি বিষয়ের অনুমোদন রয়েছে। কিন্তু, ইন্দোলজি এখনই খুলছি না। ওখানে গিয়ে কথাবার্তা বলে, সমীক্ষা করে যেটুকু বুঝেছি, বাংলা এবং সংস্কৃতের চাহিদা রয়েছে। তাই প্রথম পর্যায়ে এই দুটোই চালু করছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement