Advertisement
জন্মদিনে আমজনতার ভিড়ে মিশলেন অভিষেক, মেয়েকে সঙ্গে নিয়েই কাটলেন কেক
বীরভূমে তাঁর দীর্ঘায়ু কামনা করে পুজো দিলেন কাজল শেখ।
জন্মদিনে অন্য মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে কালীঘাটে কার্যালয়ের বাইরে কার্যত জনজোয়ার দেখা গেল। ভিড়ে মিশে গেলেন সাংসদ।
এদিন বেলা বাড়তেই কালীঘাটে বাড়তে থাকে অভিষেক অনুগামীদের ভিড়। হাতে অভিষেকের নাম লেখা পতাকা নিয়ে হাজির হন কয়েক শো মানুষ। সঙ্গে ছিল কেক, ফুল-সহ নানা উপহার।
বিকেলে ছেলে ও মেয়েক সঙ্গে নিয়ে কালীঘাটে আসেন। রাস্তার দুপাশে অপেক্ষায় থাকা অনুরাগীদের সঙ্গে কথা বলেন। দেন অটোগ্রাফও।
গোলাপ ফুলের শুভেচ্ছা। নানারঙের ফুল দিয়ে তৈরি হয়েছে অভিষেকের মুখাবয়ব। তা তুলে দেওয়া হয়েছে সাংসদের হাতে। এদিকে অনুগামীর পরে থাকা জামায় অটোগ্রাফ দিতে দেখা গেল অভিষেককে।
আমজনতার সঙ্গে কথা বলার পর দলের নেতা-কর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন অভিষেক। সেখানেও ছিল আজানিয়া ও আয়াংশ।
Published By: Tiyasha SarkarPosted: 06:19 PM Nov 07, 2024Updated: 06:20 PM Nov 07, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
