Advertisement
সমর্থকদের জন্য সুখবর, মোহনবাগান দিবসের অনুষ্ঠান শেষে মিলবে অতিরিক্ত বাস ও ফেরি পরিষেবা
সাজানো হয়েছে মোহনবাগান ক্লাব।
আগামিকাল, মঙ্গলবার মোহনবগান দিবস। সেই উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ছবি: অপ্রতিম পাল
থাকবেন ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানে হাজির থাকবেন মোহনবাগানপ্রেমী হাজার হাজার ক্লাব সদস্য, সমর্থকরা। অনুষ্ঠান শেষে যাতে তাঁদের বাড়ি ফিরতে সমস্যা না হয়, সেজন্য বিশেষ বাস ও ফেরি পরিষেবা থাকবে বলে খবর। ছবি: অপ্রতিম পাল
আগামিকাল বিকাল পাঁচটা থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরতে যাতে সমস্যায় না হয়, সেজন্য স্টেডিয়াম এলাকা থেকেই বাস পরিষেবা পাওয়া যাবে। ছবি: অপ্রতিম পাল
হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও শ্যামবাজারের উদ্দেশে বাস ছাড়বে। ফেরি পরিষেবাও পাওয়া যাবে। রাত ১০টা পর্যন্ত ফেরিঘাট খোলা থাকবে বলে খবর। ছবি: অপ্রতিম পাল
এ বছর 'মোহনবাগান রত্ন' সম্মান পাচ্ছেন টুটু বোস। মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া। গত মরশুমে মোহনবাগান মাঝমাঠের স্তম্ভ হিসাবে উঠে আসেন মিজোরামের এই ফুটবলার। ছবি: অপ্রতিম পাল
সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। গত মরশুমে মোহনবাগান রক্ষণে কোচ মোলিনার ভরসার পাত্র ছিলেন দীপেন্দু। সেরা ফরওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অজি তারকা জেমি ম্যাকলারেন। ছবি: অপ্রতিম পাল
Published By: Suhrid DasPosted: 09:53 PM Jul 28, 2025Updated: 10:18 PM Jul 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
