Advertisement
অতীত ফুঁড়ে বেরল শাহরুখ-আলিয়া-প্রিয়াঙ্কাদের এসব 'কেচ্ছা', হঠাৎ কেন ট্রেন্ডিং 'থ্রো ব্যাক ২০১৬'?
নতুন বছরে সেলেবদের এ কেমন স্ট্র্যাটেজি?
সোশাল মিডিয়ার সুবাদে গোটা বিশ্ব এখন এক 'মৌজা'য় পরিণত হয়েছে। ডিজিটাল দুনিয়ায় কখন, কী ট্রেন্ডিংয়ের শিরোনামে নাম লেখায়, বলা মুশকিল! এবার সেরকমই ট্রেন্ড শুরু হয়েছে নেটদুনিয়ায়। যেখানে বছর দশেক পিছিয়ে যাচ্ছেন তারকারা। নতুন বছরে সেলেবদের এ কেমন স্ট্র্যাটেজি? কৌতূহল অস্বাভাবিক নয়।
গত চব্বিশ ঘণ্টায় আচমকাই নেটপাড়ায় ভাইরাল 'থ্রো ব্যাক ২০১৬'। যেখানে দশ বছর আগের চেহারা এবং বন্ধুবৃত্তে সেলেবদের দেখা যাচ্ছে। তবে অতীতের ফ্রেমে তারকারা যেভাবে 'গলাগলি' করে রয়েছেন, তাঁদের অনেকেরই আজ সম্পর্ক ঘুচে গিয়েছে! কালের নিয়মে কারও বা সম্পর্কে মরচে ধরেছে। এই যেমন আলিয়ার শেয়ার করা ছবিতে প্রাক্তন সিদ্ধার্থ মালহোত্রা জ্বলজ্বল করছেন। আবার অভিনেতার তৎকালীন সহ-অভিনেত্রী তথা বান্ধবী পরিণীতি চোপড়ার সঙ্গেও গসিপ করার ছবি দেখালেন আলিয়া ভাট। যদিও বর্তমানে তিন তারকাই খানিক দূরত্ব বজায় রেখে চলেছেন।
এদিকে ২০১৬ সালে প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন করিনা কাপুর খান। তৈমুরের জন্মের ৪৮ ঘণ্টা আগে মুম্বইয়ের বাসভবনে কারা এসেছিলেন বেবোর সঙ্গে দেখা করতে? সেই অজানা কথাও ফাঁস করলেন নায়িকা দশ বছর বাদে। সলমন খান, অমৃতা-মালাইকা অরোরা থেকে করিশ্মারা সকলেই পৌঁছে গিয়েছিলেন বেবোকে ভরসা জোগাতে।
২০১৬ সালেই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বেগুনি লিপস্টিক পরে সাহসী সাজপোশাকের জেরে লাইমলাইট কেড়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। যে বোল্ড বিউটি নিয়ে চর্চা হয়েছিল বিশ্বজুড়ে। বচ্চনদের বউমাকে অবশ্য ট্রোলডও হতে হয়েছিল। একদশক বাদেও ঐশ্বর্যর সেই কানফ্রেম আজও আলোচনায় উঠে আসে মাঝেমধ্যে।
আবার ২০১৬ সাল থেকেই শুরু হয়েছিল বাদশার কেরিয়ারের অধঃপতন। 'জিরো' সিনেমার মতোই বক্স অফিসের ভাঁড়ার ফাঁকা পড়েছিল শাহরুখ খানের। তবে সেবছরই বলিউডের আর দুই খান একেবারে ঝড় তুলে দেন।
সলমনের 'সুলতান' যেমন রমরমিয়ে ব্যবসা করেছিল, তেমন 'দঙ্গল'-এর হাত ধরে বিশ্ব সিনেআঙিনায় ভারতের নামোজ্জ্বল করেন আমির খান। যে রেকর্ড গত ১০ বছরেও কেউ ভাঙতে পারেনি।
বলিউডে কোণঠাসা হয়ে কাজ না পাওয়া সত্ত্বেও পশ্চিমী সিনেদুনিয়ায় তখন সবে নামডাক করা শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর ২০১৬ সালেই তার সিনেঅবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী সম্মানে ভূষিত হন দেশি গার্ল।
২০১৬ সালেই পরপর জোড়া বিয়ের খবরে শোরগোল পড়ে বিটাউনে। করণ সিং গ্রোভারের সঙ্গে বাঙালি মতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। যে বিয়েতে হাজির ছিলেন খান-কাপুর, বচ্চন থেকে নায়িকার প্রাক্তনও! এই বছরই আবার প্রীতি জিন্টা বিদেশি প্রেমিক জেনে গুডএনাফকে বিয়ে করেছিলেন।
২০১৬ সালে প্রিয়াঙ্কা বনাম দীপিকার 'অলিখিত' ক্যাটফাইটে তোলপাড় হয়েছিল বলিউড। কারণ সেবছরই হলিউডে ব্রেক পান দুই নায়িকা। একাধারে দ্য রক ডাউনি জনসনের সঙ্গে জুটি বেঁধে হলিউড শো 'বেওয়াচ' করেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে, ভিন ডিজেলের বিপরীতে 'ট্রিপল এক্স'-এ অভিনয় করে পশ্চিমী সিনেদুনিয়ায় পা রাখেন দীপিকা। দুই নায়িকার রেষারেষির জেরে নাকি বিটাউনের প্রযোজক-পরিচালকরাও ভয়ে থাকতেন তখন! (ছবি- সংগৃহীত)
সেসময়ে কঙ্গনা তখনও বলিউডে বহাল তবিয়তে কাজ করছেন। সেই ঝলক দেখিয়ে সাংসদ-নায়িকার মন্তব্য, "এরপরই আমার সাফল্য অন্যের চক্ষুশূল হয়ে উঠল এবং আমার জীবনটা জীবন্ত নরক হয়ে গেল।" কিন্তু 'থ্রো ব্যাক ২০১৬'র ইস্যুতে এই মুচমুচে গসিপগুলি কেন ট্রেন্ডিং? আসলে নতুন বছরের শুরুতে একদশক আগের নস্ট্যালজিয়ায় ডুব দিতে চাইছেন তারকা থেকে তাঁদের ভক্তরা, আর ঠিক সেকারণেই ২০১৬ সালে সেলেবদের যাবতীয় হাঁড়ির খবর এখন অতীত ফুঁড়ে বেরচ্ছে। তবে ঠিক কোথা থেকে, কে এমন ট্রেন্ড শুরু করল, সেখবর এখনও অধরা! (ছবি- সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 07:25 PM Jan 17, 2026Updated: 07:25 PM Jan 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
