Advertisement
প্রথম স্ত্রীকে টলিউডে 'দিদি' বলেই পরিচয় করান হিরণ, অনিন্দিতা ছিলেন বিশ্ববাংলার কর্মী, এখন কী করেন?
হিরণ যে বিবাহিত সেকথা ইন্ডাস্ট্রিতে গোপন করেছিলেন খোদ নায়কই।
হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় 'বিবাহ অভিযান' যেন ধারাবাহিকের চিত্রনাট্যকেও হার মানায়! বিজেপির তারকা বিধায়ক হাঁটুর বয়সি পাত্রীকে বিয়ে করার পর থেকেই নেটভুবনের সমবেদনার পাত্রী হয়ে উঠেছেন প্রথমা স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।
চিরকাল লাইমলাইটের অন্তরালে থেকে সংসারযুদ্ধ চালিয়ে যাওয়া অনিন্দিতার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। মঙ্গলবার হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয়বার ছাঁদনাতলায় বসার খবর প্রকাশ্যে আসার পর জল গড়িয়েছে বহু দূর। বুধবার রাতেই নতুন স্ত্রী আইনি চ্যালেঞ্জ ছোঁড়ার পর পুলিশের দ্বারস্থ হন অনিন্দিতা। তারপর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য ঝুলি থেকে বেরিয়ে পড়েছে!
২০০০ সালের ১১ ডিসেম্বর হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। কিন্তু হিরণ যে বিবাহিত সেকথা ইন্ডাস্ট্রিতে গোপন করেছিলেন খোদ নায়কই। বিয়ের ৭ বছর বাদে 'নবাব নন্দিনী' সিনেমা দিয়ে টলিউডে শিকে ছিঁড়েছিলেন অভিনেতা। সেসময়ে নাকি নিজের দাম্পত্যের কথা আড়ালে রেখেছিলেন তিনি।
জানা যায়, অনিন্দিতার সঙ্গে সাত বছর সংসার করার পরও ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ত্রীকে 'দিদি' বলেই পরিচয় দিয়েছিলেন 'মাচো মস্তানা'। বছর খানেক বাদে সেই তথ্য প্রকাশ্যে আসার পর সিনেপাড়ায় কম চর্চা হয়নি, সেটা নিয়ে। দ্বিতীয় বিয়ের পর আবারও সেসব অতীত কেচ্ছা প্রকাশ্যে।
জানা গিয়েছে, অনিন্দিতা চট্টোপাধ্যায় আদতে উলুবেরিয়ার মেয়ে। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। স্বাভাবিকভাবেই 'হিরো স্বামী'র সংস্পর্শে আসার পর তাঁর লাইফস্টাইলেও বদল আসে।
গতবছরই হিরণের সঙ্গে অনিন্দিতার বিয়ের বয়স হয় ২৫ বছর। কিন্তু সেসময়ে স্ত্রী-সন্তানের থেকে দূরে নেতা-অভিনেতা অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছিলেন। জানা যায়, একুশ সালে বিধানসভা নির্বাচনে জিতে খড়্গপুরে থাকার সময় থেকেই পরিবারের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়।
সেসময় থেকে ১৯ বছরের কন্যাসন্তানকে আগলেই সংসার সামলেছেন অনিন্দিতা। ২০২২ সালে তাঁর এক ভাইরাল পোস্টে তেমন ইঙ্গিতই মিলেছিল। যেখানে লেখা ছিল, “বাবা সদ্যোজাত সন্তানকে রেখে চলে যেতে পারে। ২২ বছর পর বিয়ে-বউকে অপ্রয়োজনীয় মনে হতে পারে। এমনকী সন্তানের মানসিক অবস্থার প্রতিও উদাসীন হতে পারে…।”
যদিও অনিন্দিতা দাবি করেছেন আইনিভাবে তিনি এখনও হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী। তবে বিধায়কের নবপরিণীতা ঋতিকা গিরির দাবি, 'ওঁকে অনেক আগেই ডিভোর্সের চিঠি পাঠানো হয়েছিল।' কিন্তু কেন এতসব জেনেও চুপ ছিলেন অনিন্দিতা?
হিরণের প্রথম স্ত্রীর দাবি, “আর্থিকভাবে আমি হিরণের উপর নির্ভরশীল ছিলাম। নিজেও সেরকম রোজগার করতাম না। পুলিশে অভিযোগ দায়েরের সময়েও এই বিষয়টা আমি জানিয়েছি।" শুধু তাই নয়...
অনিন্দিতা বলছেন, "হিরণ-ঋতিকার সম্পর্কের বিষয়টা নিয়ে যখন প্রচণ্ড মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি হিরণের সঙ্গে সামনাসামনি কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমাকে মেসেজে জানিয়েছিল- 'কিছুটা সময় দাও।' তারপর আর ওর দেখা করার সময় হয়নি, আর বাকিটা তো এখন সকলেই জানেন!" কীভাবে সংসার চালাচ্ছেন এখন তিনি?
Published By: Sandipta BhanjaPosted: 09:51 PM Jan 22, 2026Updated: 09:51 PM Jan 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
