'ঝাল লেগেছে...!', অনন্যার 'রেড অ্যালার্ট', দেখুন ফটো অ্যালবাম
অনন্যা পাণ্ডেকে দেখে ছ্যাঁকা খাচ্ছে নেটপাড়া।
Tap to expand
তারকাসন্তান হওয়ার প্রথম থেকেই লাইমলাইটে অনন্যা পাণ্ডে (Ananya Panday)। তবে করণ জোহরের ‘স্টুডেন্ট’ এখন বেশ পরিণত।
Tap to expand
একের পর এক ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়, মার্জার সরণি থেকে রেড কার্পেটে তাঁর উপস্থিতি যেভাবে দ্যুতি ছড়ায়, তাতেই একবাক্যে বলে দেওয়া যায় যে বলিউডের নবীন প্রজন্মের অন্যতম বড় স্টার নিঃসন্দেহে অনন্যা পাণ্ডে।
Tap to expand
তবে লাইমলাইটে যেমন থাকেন, তেমন পান থেকে চুন খসলেও শুনতে হয় কটু কথা! সোশাল মিডিয়াতেও বেজায় সক্রিয় অনন্যা পাণ্ডে। সম্প্রতি লাল অফ শোল্ডার পোশাকে উষ্ণতা ছড়ালেন নেটপাড়ায়।
Tap to expand
প্যারিস হউটে কোচার উইকের মার্জার সরণিতে প্রথমবার হেঁটেছেন অনন্যা। গত ২২ জানুয়ারি ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় শোয়ে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী।
Tap to expand
বলিউডের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ অনন্যা পাণ্ডের দিকে সর্বদাই পাপারাজ্জিদের ফ্ল্য়াশলাইট।
Tap to expand
করণ জোহরের ‘ধর্মা’র ঘর থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে দর্শকদের নজর কেড়েছেন। উপরন্তু তাঁর ব্যক্তিগতজীবন, প্রেম-বিচ্ছেদ নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। (ছবি : ইনস্টাগ্রাম )
Published By: Sandipta BhanjaPosted: 09:32 PM Jun 27, 2024Updated: 09:32 PM Jun 27, 2024
অনন্যা পাণ্ডেকে দেখে ছ্যাঁকা খাচ্ছে নেটপাড়া।